কলকাতা, 5 জুলাই:শান্তি কক্ষের পর এবার শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন করেছেন রাজ্যপাল ৷
রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, অশান্তি চরমে পৌঁছেছে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া হিংসার শেষ যেন হতেই চাইছে না ৷ বিরোধীদের অভিযোগ, মনোনয়নপর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ 24 দিনে মোট 15 জনের মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে রয়েছে এক নাবালকও ৷ মুহূর্মুহূ গুলি, বোমার সাক্ষী থেকেছে মনোনয়ন পর্ব ৷ এরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যেতে দেখা গিয়েছে রাজ্যাপালকে ৷ ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পর রাজভবনে 'শান্তি কক্ষ' খুলেছেন রাজ্যপাল ৷ এবার গঠন করলেন শান্তি কমিটি ৷
রাজভবন সূত্রে খবর, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে এই শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একইসঙ্গে, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়টি এই কমিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও জানা গিয়েছে। এর আগে রাজ্যপালের একাধিক পদক্ষেপ নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত চরমে উঠেছে ৷ রাজ্যপালের শান্তি কক্ষ খোলা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল ৷ এমনকী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নিয়েও তীব্র আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল ৷ তবুও পিছ-পা হননি আনন্দ বোস ৷