কলকাতা, 25 অক্টোবর: ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের অর্থ (Funds for Central Project) বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠল ৷ রাজ্য সরকারের অভিযোগ, পৌর ও নগরোন্নয়ন দফতরে বিভিন্ন প্রকল্প মিলে প্রায় তিন হাজার কোটি টাকা আটকে রয়েছে । কাজের স্বীকৃতি দিলেও অর্থ দিচ্ছে না কেন্দ্র (Union Government) ৷ আর এক্ষেত্রেও বিজেপি (BJP) শাসিত রাজ্যেগুলির সঙ্গে তুলনা টেনে বৈষম্যেরও অভিযোগ করা হয়েছে ৷
নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, স্বচ্ছতা বজায় রেখে পৌর-পরিকাঠামো উন্নয়নের কাজ করায় সম্প্রতি বাংলা-সহ একাধিক রাজ্যকে বিশেষ উত্সাহ ভাতা ঘোষণা করেছে মোদি সরকার (Modi Government) । এই তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, কর্ণাটক, সিকিম, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের নাম রয়েছে । গত সপ্তাহে বাংলা-সহ দেশের চারটি রাজ্য এই ভাতা পেয়েছে । এক্ষেত্রে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রকে উৎসাহ ভাতার টাকা প্রদান করা হলেও বাংলার জন্য বরাদ্দকৃত অর্থের একটি কানাকড়িও পৌঁছয়নি এ রাজ্যে ।
প্রসঙ্গত, বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত কোনও নতুন বিষয় নয় । তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বারবার অভিযোগ করে, বিরোধী শাসিত রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার প্রাপ্য বরাদ্দ দিচ্ছে না ৷ সেখানে উল্টো ছবি কেন্দ্রের শাসক দলের সরকার থাকা রাজ্যগুলিতে । এক্ষেত্রেও অভিযোগ, তৃণমূল শাসিত সরকার যে কাজ করছে তাকে স্বীকৃতি দিলেও বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে কেন্দ্রীয় সরকার । আর এর ফলেই বঞ্চিত হচ্ছে রাজ্য । বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ ।