পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Funds for Central Project: কেন্দ্রের কাছে পৌর ও নগরোন্নয়ন দফতরের 3 হাজার কোটি টাকা বকেয়া, অভিযোগ রাজ্যের - মোদি সরকার

কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের অর্থ (Funds for Central Project) বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে আবার ৷ পৌর ও নগরোন্নয়ন দফতরে প্রায় 3 হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে অভিযোগ ।

west-bengal-government-alleges-municipalities-and-urban-development-department-has-dues-of-rs-3000-crore-to-modi-government
Funds for Central Project: কেন্দ্রের কাছে পৌর ও নগরোন্নয়ন দফতরের 3 হাজার কোটি টাকা বকেয়া, অভিযোগ রাজ্যের

By

Published : Oct 25, 2022, 4:01 PM IST

কলকাতা, 25 অক্টোবর: ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের অর্থ (Funds for Central Project) বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠল ৷ রাজ্য সরকারের অভিযোগ, পৌর ও নগরোন্নয়ন দফতরে বিভিন্ন প্রকল্প মিলে প্রায় তিন হাজার কোটি টাকা আটকে রয়েছে । কাজের স্বীকৃতি দিলেও অর্থ দিচ্ছে না কেন্দ্র (Union Government) ৷ আর এক্ষেত্রেও বিজেপি (BJP) শাসিত রাজ্যেগুলির সঙ্গে তুলনা টেনে বৈষম্যেরও অভিযোগ করা হয়েছে ৷

নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, স্বচ্ছতা বজায় রেখে পৌর-পরিকাঠামো উন্নয়নের কাজ করায় সম্প্রতি বাংলা-সহ একাধিক রাজ্যকে বিশেষ উত্‍সাহ ভাতা ঘোষণা করেছে মোদি সরকার (Modi Government) । এই তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, কর্ণাটক, সিকিম, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের নাম রয়েছে । গত সপ্তাহে বাংলা-সহ দেশের চারটি রাজ্য এই ভাতা পেয়েছে । এক্ষেত্রে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রকে উৎসাহ ভাতার টাকা প্রদান করা হলেও বাংলার জন্য বরাদ্দকৃত অর্থের একটি কানাকড়িও পৌঁছয়নি এ রাজ্যে ।

প্রসঙ্গত, বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত কোনও নতুন বিষয় নয় । তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বারবার অভিযোগ করে, বিরোধী শাসিত রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার প্রাপ্য বরাদ্দ দিচ্ছে না ৷ সেখানে উল্টো ছবি কেন্দ্রের শাসক দলের সরকার থাকা রাজ্যগুলিতে । এক্ষেত্রেও অভিযোগ, তৃণমূল শাসিত সরকার যে কাজ করছে তাকে স্বীকৃতি দিলেও বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে কেন্দ্রীয় সরকার । আর এর ফলেই বঞ্চিত হচ্ছে রাজ্য । বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ ।

নবান্নের একটি সূত্রে থেকে জানা গিয়েছে, এক্ষেত্রে বরাদ্দ বকেয়া আছে শুধু এখানেই এমনটা নয় । পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে 2020-21 অর্থবর্ষে বাংলা পেয়েছিল প্রায় 2100 কোটি টাকা । 2021-22 অর্থবর্ষের দু'টি কিস্তি এবং চলতি অর্থবর্ষের একটি কিস্তির প্রাপ্য এখনও পাওয়া যায়নি ।

আর এক্ষেত্রে রাজ্যের আধিকারিকদের দাবি, 2020-21 অর্থবর্ষে পাওয়া বরাদ্দের যাবতীয় হিসেব সম্প্রতি পাঠানো হয়েছে কেন্দ্রকে । টাকা পেতে গেলে আগামী চার বছরের কাজের পরিকল্পনার খসড়া জমা দিতে হয় নগরোন্নয়ন মন্ত্রকে । সেই কাজও শেষ করেছে রাজ্য । পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে নগরোন্নয়ন খাতে পাঁচ বছরে রাজ্যের প্রাপ্য প্রায় সাড়ে 12 হাজার কোটি টাকা । কিন্তু প্রথম বছরের কিস্তির পর আর কোনও টাকা দেয়নি কেন্দ্র ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদিও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমনটা হওয়ার কথা নয় । কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বড় ভূমিকা থাকে রাজ্যের । আর তাই রাজ্য সরকারগুলিকে নির্দিষ্ট সময়ে বরাদ্দকৃত অর্থ প্রদান করা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে । অভিযোগ, কিন্তু বহু ক্ষেত্রে প্রকল্প রূপায়ণের জন্য যে অর্থ বরাদ্দ করার কথা, তা দিচ্ছে না কেন্দ্র । বহু ক্ষেত্রে রাজ্য খরচ করেও তা পাচ্ছে না । ঠিক যেমনটি ঘটেছে পৌর ও নগরোন্নয়ন দপ্তরের ক্ষেত্রে ।

আরও পড়ুন:জলাভূমি ভরাট রোধে রাজ্য ব্যর্থ ! কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে অভিযোগের হুঁশিয়ারি নওশাদের

ABOUT THE AUTHOR

...view details