পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP OFFICE: ‘অশুভ’ হেস্টিংসে আর নয়, মুরলীধর সেন লেনেই ফিরছে রাজ্য বিজেপি

এবার বিজেপির হেস্টিংস কার্যালয়ের গুরুত্ব কমল । পার্টির যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করা হবে মুরলীধর সেন লেনের প্রধান সদর কার্যালয় থেকেই ।

BJP OFFICE
বিজেপির হেস্টিংস কার্যালয় নয়, মুরলীধর সেন লেনের কার্যালয় থেকেই চলবে সংগঠনের কাজ

By

Published : Jul 30, 2021, 10:14 PM IST

Updated : Jul 30, 2021, 10:51 PM IST

কলকাতা, 30 জুলাই: 2021-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । এবার বিজেপির হেস্টিংস কার্যালয়ের গুরুত্ব কমল । পার্টির যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করা হবে মুরলীধর সেন লেনের প্রধান সদর কার্যালয় থেকেই । খরচ কমাতেই বিজেপির হেস্টিংস কার্যালয় থেকে দু‘টি ফ্লোর পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপির রাজ্য নেতৃত্ব । নির্বাচনের আগে মুরলীধর সেন লেনের সদর কার্যালয়ের চাপ কমাতে হেস্টিংস 4টি ফ্লোর ভাড়া নেওয়া হয় । তবে পার্টির সমস্ত সাংগঠনিক কাজকর্ম হেস্টিংস অফিস থেকেই চলছিল । কিন্তু হেস্টিংস কার্যালয় পঞ্চম ও নবমতলা বাদ দিয়ে বাকি দু‘টি ফ্লোর পুরোপুরি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি ।

পাঁচতলায় মিডিয়া অডিটোরিয়াম । ন‘তলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বসেন । এছাড়া এখানে বিজেপির আইটি সেল ও মিডিয়া সেলের বিশেষ ঘর রয়েছে । এই দু‘টি তলা বাদ দিয়ে বাকি সমস্ত ঘরগুলি আজ থেকে খালি করা হল । বিজেপি সূত্রে খবর, বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন )অমিতাভ চক্রবর্তী, বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিব প্রকাশ আটতলায় বসতেন । এখান থেকেই সংগঠনের যাবতীয় কাজকর্ম হত । কিন্তু এবার থেকে বিজেপির মুরলীধর সেন লেনের সদর কার্যালয়ে বসবেন তাঁরা ।

পুরনো সদর কার্যালয় মুরলীধর সেন লেনের প্রধান কার্যালয়টি বসার ঘর খুবই কম ছিল । যার ফলে হেস্টিংসে অস্থায়ীভাবে পাঁচটি তলা ভাড়া নেওয়া হয় । নির্বাচনী কার্যালয় হিসেবেই এটা ব্যবহার হত ৷ কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে মুরলীধর সেন লেনের সংস্কার করা হয় । সংস্কার করার ফলে দিলীপ ঘোষ ও অমিতাভ চক্রবর্তীর নতুন বসার ঘরের ব্যবস্থা করা হয় । তবে বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে বেড়ে 75 হয়েছে । তাই হেস্টিংস অফিসের বড় জায়গা থাকায় সাংগঠনিক বৈঠক করতে সুবিধা হয় । কিন্তু এই পাঁচটি তলা ভাড়া নেওয়ার জন্য বিপুল অঙ্কের টাকা দিতে হচ্ছিল । তাই এই বাড়তি ভাড়ার চাপ কমাতে এই সিদ্ধান্ত ।

আরও পড়ুন: ত্রিপুরায় কংগ্রেস-বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়, আমল দিতে নারাজ গেরুয়া বাহিনী

হেস্টিংস বিজেপি কার্যালয় বিজেপির কাছে অশুভ বলেও দাবি করেছে একটি অংশ । মুরলীধর সেন লেনে সদর কার্যালয় থেকেই বিজেপির বাড়বাড়ন্ত । লোকসভা নির্বাচনে এখান থেকেই বিজেপি আঠারোটি আসন দখল করেছে । সেখানে বিধানসভা নির্বাচনে সরকার গঠনে লক্ষ্যমাত্রা নিলেও শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হয়নি । তাই হেস্টিংস অফিসের বাস্তুদোষ নিয়ে সরব হয়েছে দলের একাংশ । এই বিষয়ে বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "মূলত নির্বাচনের চাপ কমে যাওয়ায় ফলেই আমরা হেস্টিংস অফিসের দুটি ফ্লোর পুরোপুরি ছেড়ে দিলাম । তবে মুরলীধর সেন লের্নের প্রধান কার্যালয় ও হেস্টিংস থেকে বিজেপির কাজকর্ম চলবে । "

Last Updated : Jul 30, 2021, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details