পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কথা বলে সন্তুষ্ট অধ্যক্ষ, গৃহীত হল শুভেন্দুর ইস্তফা

স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা করেছেন । শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট বিমান বন্দ্যোপাধ্যায় ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Dec 21, 2020, 3:18 PM IST

Updated : Dec 21, 2020, 3:58 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র । "নিজের ইচ্ছায় নিয়ম মেনেই পদত্যাগপত্র দিয়েছি । অধ্যক্ষ পদত্যাগপত্র গ্রহণ করেছেন । আইন মেনেই পদত্যাগপত্র নেওয়া হয়েছে । " বিধানসভা থেকে বেরিয়ে জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ।

বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন আগেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু । কিন্তু, সেই পদত্যাগপত্র নিয়ম মেনে দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেইসময় পদত্যাগপত্র গৃহীত হয়নি । আজ শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সেইমতো আজ বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন শুভেন্দু ।

সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে । বলেন, "আইন মেনেই পদত্যাগপত্র নিয়েছেন অধ্যক্ষ । আজ থেকে আমি একজন সাধারণ ভোটার ।"

গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র

আরও পড়ুন : জ়েড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে বিধানসভা রওনা শুভেন্দুর, বিকেলে যাবেন রাজভবন

শুভেন্দু অধিকারীকে আজ ডেকে পাঠানোর পর বিমানবাবু তাঁকে প্রশ্ন করেন, যে পদত্যাগপত্রটি লেখা হয়েছে, সেটি তাঁর নিজের লেখা কি না, এই পদত্যাগপত্র লেখার জন্য কেউ শুভেন্দুবাবুর উপর চাপ দিয়েছেন কি না, শুভেন্দুবাবু স্বেচ্ছায় পদত্যাগপত্রটি লিখেছেন কি না । যার উত্তরে শুভেন্দুবাবু জানান, তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এই পদত্যাগপত্র লিখেছেন ।

শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠকে বিমানবাবু জানান, "এর আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র নিয়ম মেনে পাঠানো হয়নি । তাই তাঁকে আজ দুপুর 2টোয় ডেকে পাঠানো হয়েছিল । তিনি দেখা করেছেন এবং তাঁর জবাবে আমি সন্তুষ্ট । বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করেছি । আজ বিকেল থেকে ইস্তফা গৃহীত হল ।"

Last Updated : Dec 21, 2020, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details