কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভোটের আবহে প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি । হলদিয়ায় সরকারি কর্মসূচির আগে রাজনৈতিক সভাও করেন হলদিয়া হেলিপ্যাজ গ্রাউন্ডের মাঠে । রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি । এবার তার পালটা দিলেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় । বললেন, " 45 মিনিট ধরে রাজনৈতিক ভাষণ মোদির । দেশের জন্য কিছুই বললেন না ।"
তিনি আরও বলেন, "আজ বিপর্যয়ের দিনে কোনও জবাব দেব না । কাল সাংবাদিক বৈঠক করে জবাব দেবে তৃণমূল ।"দেশের সমস্যা নিয়ে কেন নীরব মোদি ? প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর রায় । বললেন, বিপর্যয়ের দিনেও রাজনীতি করছেন নরেন্দ্র মোদি ।