পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের প্রধান হাতিয়ার উন্নয়ন, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা নয় : ফিরহাদ

আজীবন মানুষের সেবা করে এসেছেন ৷ আগামীতেও তাই করতে চান ৷ আগামী নির্বাচনী লড়াইয়ে জিতলে মুখ্যমন্ত্রীকে পাথেয় করেই চলার অঙ্গীকার কলকাতা বন্দর এলাকা থকে মনোনীত তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের ৷

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : Mar 8, 2021, 10:40 PM IST

কলকাতা , 8 মার্চ : তৃণমূলের তিনবারের বিধায়ক ফিরহাদ হাকিম। চতুর্থবারের জন্য কলকাতা বন্দর এলাকা থেকে বিধায়ক পদে প্রার্থী হয়েছেন তিনি। প্রথমে 2009 সালে কলকাতা নিউ আলিপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে তিনি নির্বাচিত হন। এরপর 2011 সাল ও 2016 সালে পরপর দু'বার কলকাতা বন্দর এলাকা থেকে নির্বাচিত হয়ে বিধায়ক পদ সামলেছেন তিনি। এবারেও নিজের কেন্দ্র কলকাতা বন্দর এলাকা থেকেই নির্বাচন লড়বেন তিনি।

পদপ্রার্থী হিসাবে ঘোষণার পর তিনি জানান "তৃণমূলের প্রধান হাতিয়ার হল উন্নয়ন। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা নয় ৷ আমরা কেবলমাত্র উন্নয়ন করতে চাই ৷ রাজনৈতিক প্রতিদ্বন্দিতার মধ্য দিয়েই জবাব দিতে চাই ৷" পাশাপাশি বিজেপির বিরূদ্ধে তোপ দেগে তিনি বলেন, " প্রত্যেকবারের মত এবারেও বিজেপির আইটি সেল আমার বিরূদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে ৷ দু'একদিন আগেও আমার মেয়ের নামেও কুৎসা রটানোর চেষ্টা করেছিল বিজেপি ৷ নির্বাচন যত এগিয়ে আসবে, বিজেপি ততই কুৎসা রটানোর চেষ্টা করবে ৷ " এবিষয়েই সাধারণ মানুষের কাছে তিনি সত্যি-মিথ্য়া যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ বলেছেন," মানুষকে বুঝতে হবে কোনটা ফেক নিউজ আর কোনটা নয় ৷ "

"তৃণমূলের প্রধান হাতিয়ার হল উন্নয়ন। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা নয় " বললেন ফিরহাদ হাকিম

বিজেপির তাবড় তাবড় নেতারা হামেশাই 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা দখলের হুঙ্কার দেন ৷ সেপ্রসঙ্গ টেনেই তাঁর জবাব," ভারতবর্ষের মানুষ যেমন একসঙ্গে 15 লাখ টাকা দেখেনি, তেমনই বাংলায় বিজেপি কখনওই 200 আসন জিততে পারবে না ৷ "

আরও পড়ুন :ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

তিনি আজীবন মানুষের সেবা করে গিয়েছেন ৷ আর ভবিষ্যতেও তাই করতে চান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতার সুরে তিনি বলেন, " বরাবরই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামত কাজ করার চেষ্টা করেছি ৷ মানুষ পাশে থাকলে আবারও মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেব ৷ মুখ্যমন্ত্রী চাইলে আবার ময়দানে নেমে মানুষের জন্য কাজ করব ৷"

ABOUT THE AUTHOR

...view details