কলকাতা, 13 মার্চ : ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরুর দিন থেকে নির্বাচন কমিশনকে ইভিএম ও ভিভিপ্যাট সরবরাহ করছে হায়দরাবাদের সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ৷ তবে এবারের নির্বাচনে 294 বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে ইভিএম এবং ভিভিপ্যাট সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে সংস্থা ৷ সেক্ষেত্রে এবার কয়েকটি বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম ও ভিভিপ্যাট দেবে ব্যাঙ্গালোরের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ৷
এবার বুথের সংখ্যা আগের থেকে অনেক বেশি ৷ পাশাপাশি, নিয়মানুসারে নির্বাচনকে সচল রাখতে গিয়ে ইভিএম এবং ভিভিপ্যাট কিছুটা বেশি সংরক্ষণ করে রাখতে হয় ৷ তাই ইসিআইএল জানিয়েছে, তারা এতগুলি মেশিন সরবরাহ করতে পারবে না । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইসিআইএল রাজ্যের বিধানসভা নির্বাচনে 210 টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথে ইভিএম এবং ভিভিপ্যাট সরবরাহ করবে । বাকি 84টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট যন্ত্র সরবরাহ করবে ব্যাঙ্গালোরের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ।