পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেট্রোয় মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল - Death

মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তা জানতে আজ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে গেল ফরেন্সিক দল ।

মেট্রোয় মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল

By

Published : Jul 17, 2019, 7:55 PM IST

কলকাতা, 17 জুলাই : আগেই চাওয়া হয়েছিল মেট্রোর তরফে ব্যাখ্যা । রেকর্ড করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান । এবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে গেল ফরেন্সিক দল । খুঁটিনাটি খতিয়ে দেখল তাঁরা । মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তাও দেখেন তাঁরা ।

কেস নম্বর 128, শেক্সপিয়ার সরণি থানা । মেট্রোয় মৃত সজল কাঞ্জিলালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রুজু হয়েছে মামলা । ঘটনায় কলকাতা পুলিশ মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 304-এ (গাফিলতির জন্য মৃত্যু) এবং 34 ধারায় মামলা দায়ের করেছে । এই মামলায় শেক্সপিয়ার সরণি থানার পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে 8 জন প্রত্যক্ষদর্শীদের বয়ান। পুলিশ সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে চিঠি । জানতে চাওয়া হয়েছে, মোট চারটি বিষয় ।

বিষয়গুলি হল...

1. মেট্রোর অপারেশনে কোন কর্মীর কী ভূমিকা থাকে ?
2. মেট্রোর দরজায় সেনসরের কাজ কী ?
3. মেট্রোর সুরক্ষার সঙ্গে জড়িয়ে থাকেন কারা ?
4. ঘটনার দিন ট্রেনের গার্ড ও চালকের ভূমিকা কী ছিল ?

লালবাজারের এক শীর্ষ কর্তা জানান, তদন্তে এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ । মেট্রো কর্তৃপক্ষের কাছে CCTV ফুটেজ চাওয়া হয়েছে । চলছে জিজ্ঞাসাবাদ । চলন্ত অবস্থায় সজল কাঞ্জিলালকে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল তা খতিয়ে দেখতেই আজ ফরেনসিক দল ঘটনাস্থানে যায় ।

ABOUT THE AUTHOR

...view details