কলকাতা, 6 জুন : আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ এমন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । কোচবিহার, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।
এদিকে আগামী সোমবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের জেরে ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওড়িশাসহ এরাজ্যের উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ।
কলকাতার আকাশ আজ সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে । সন্ধের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে আগামী 24 ঘণ্টায় । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 87 শতাংশ ও সর্বনিম্ন 60 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 37 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু'দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে । তবে, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে ।