পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল রাজ্যে বৃষ্টি বাড়বে - rain forecasts

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে।

ফাইল ফোটো

By

Published : Mar 16, 2019, 9:53 PM IST

কলকাতা, ১৬ মার্চ : আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বিদর্ভ এবং ছত্তিশগড়ের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া অফিসের তরফে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভবনা নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

ABOUT THE AUTHOR

...view details