কলকাতা, ১৬ মার্চ : আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল রাজ্যে বৃষ্টি বাড়বে - rain forecasts
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বিদর্ভ এবং ছত্তিশগড়ের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া অফিসের তরফে কোনও সতর্কতা জারি করা হয়নি।
আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভবনা নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস।