কলকাতা, 15 অক্টোবর : আজ বিজয়া দশমী ৷ অবাঙালিদের দশেরা ৷ মর্ত্যে চারটে দিন কাটিয়ে সপরিবারের কৈলাসে ফেরার তোড়জোড় দুর্গা মায়ের ৷ গঙ্গার ঘাটগুলিতে চলছে নিরঞ্জনের প্রস্তুতি ৷ তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সমাপ্তির দিনেও বৃষ্টি থেকে রেহাই নেই ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দশমীর দিন বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা- এই সাত জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷
বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে । এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে । তবে এই নিম্নচাপের দাপটে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।