পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কঠিন পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠব" ; ইদে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার - Mamata Tweeted on Occasion Of Eid

রাজ্যে বাড়ছে কোরোনার সংক্রমণও । অন্যদিকে আমফানের দাপটেও ক্ষতিগ্রস্ত রাজ্য । এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন রাজ্যবাসী । কিন্তু আত্মবিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই আজ ইদ উপলক্ষে টুইট করে সকলকে শুভেচ্ছাবার্তা জানান তিনি । ইদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও ।

Eid Celebration
ইদ উদযাপন

By

Published : May 25, 2020, 11:52 AM IST

দিল্লি ও কলকাতা, 25 মে : চলছে চতুর্থ দফার লকডাউন । রাজ্যে বাড়ছে কোরোনার সংক্রমণ । অন্যদিকে আমফানের দাপটেও ক্ষতিগ্রস্ত রাজ্য । এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন রাজ্যবাসী । কিন্তু আত্মবিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই আজ ইদ উপলক্ষে টুইট করে সকলকে শুভেচ্ছা জানান তিনি ।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । এই সংক্রমণ যাতে আর না বাড়ে তার জন্য প্রথম থেকেই ইদে বাড়িতে নমাজ় পড়ার অনুরোধ করে আসছে সরকার । আজ ইদ উপলক্ষে টুইটারে শুভেচ্ছাবার্তাতেও ফের একবার সেই কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী । টুইটারে তিনি লেখেন, "ইদ উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা । আসুন, এই মহান উৎসব আমরা বাড়িতেই পালন করি ।"

কোরোনা সংক্রমণের পাশাপাশি সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য । ভেঙে পড়েছে একাধিক বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি । মৃত্যুও হয়েছে অনেকের । নষ্ট হয়েছে প্রচুর ফসল । মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন, "সব শেষ হয়ে গেছে । আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি ।" রাজ্যে এসে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ঘুরে দেখে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত রাজ্যবাসী । কিন্তু আত্মবিশ্বাসী মমতা । টুইটে ইদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি লেখেন, "এখন কঠিন সময় । কিন্তু আমি আত্মবিশ্বাসী । আমরা এই কঠিন পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠব । সকলকে আমার শুভেচ্ছা ।"

আজ ইদ উপলক্ষে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও । তিনি শুভেচ্ছাবার্তায় সামাজিক দূরত্ব বজায় রাখার উল্লেখ করেন । লেখেন, "ইদ প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক । এই উৎসবের দিনে দুস্থদের দুঃখ ও তাঁদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার অনুপ্রেরণা পাওয়া যায় । আসুন এই আনন্দময় দিনে কোরোনা সংক্রমণ রোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি ।"

ইদ উপলক্ষে টুইটারে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । তিনি টুইট করেন, "ইদ-উল-ফিতরের শুভেচ্ছা । এই উৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সংহতি নিয়ে আসুক । সকলে সুস্থ ও সমৃদ্ধ হোক ।"

ABOUT THE AUTHOR

...view details