পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপ্রিম কোর্টকেও ব্ল্যাকমেল করছেন জালিয়াত মুখ্যমন্ত্রী, পদত্যাগ চাই : রাহুল

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের পেশ করা হলফনামা নিয়ে প্রশ্ন তুললেন BJP নেতারা। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছে BJP

রাহুল সিনহা

By

Published : Feb 10, 2019, 4:46 AM IST

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে BJP-র রথযাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এই মর্মে হলফনামা পেশ করেছিল রাজ্য। রাজ্যের গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে রথযাত্রা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোয়েন্দাদের উপর একটি স্টিং অপারেশন চালায়। সেখানে গোয়েন্দাদের বলতে শোনা যায়, "আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা নেই। মমতা ব্যানার্জির কথায় আমরা রিপোর্ট বানিয়ে দিয়েছি। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইনাডু বাংলা)"। আর এই স্টিং অপারেশন সংক্রান্ত খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করল BJP।

আজ BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। তিনি বলেন, "নবান্নতে বসে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গী-সাথীদের নিয়ে রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্টে বাস্তব প্রতিফলন নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি হয়েছে। গোয়েন্দা দপ্তরকে কাজে লাগিয়ে ভীত-সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস রথযাত্রা আটকানোর পরিকল্পনা করেছে মাত্র। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের সামনে মিথ্যা তথ্য পরিবেশন হয়েছে। সর্বোচ্চ আদালত রাজ্যের রিপোর্টের উপর বিশ্বাস করে রায় দিয়েছে। এই রায় যে ভুল ছিল তা প্রমাণ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ ন্যায় আদালতকে ব্ল্যাকমেল করেছেন। ধোঁকা দিয়েছেন। আমি মনে করি, আদালতের উচিত, এই সরকারি মিথ্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এই রিপোর্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রীর জালিয়াতি জনসমক্ষে চলে আসছে। অবিলম্বে জালিয়াত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব।"

এদিকে, এবিষয়ে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিল। জানিয়েছিল, BJP-র রথযাত্রা বেরোলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কাল একটি চ্যানেলে স্টিং অপারেশন হয়েছে। সেখানে গোয়েন্দারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্নই নেই। মমতা দিদি ভয় পেয়েছেন। তাই আমরা এরকম রিপোর্ট বানিয়ে দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে, ওরা সুপ্রিম কোর্টে মিথ্যা হলফনামা পেশ করেছিল।"

ABOUT THE AUTHOR

...view details