কলকাতা, ২৫ নভেম্বর : রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, পার্শ্ব শিক্ষকরা কথা বন্ধ করে দিলেও তিনি কোনও দিন কথা বন্ধ করবেন না । তাঁর এই দাবি খারিজ করে অনশনরত পার্শ্ব শিক্ষকরা আজ জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনায় বসেননি শিক্ষামন্ত্রী । তিনি বাইরে উলটোপালটা কথা বলছেন । আজ ১১ দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন । আজও অসুস্থ হয়ে পড়েন ছয় জন পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা ।
শিক্ষামন্ত্রী উলটোপালটা বলছেন, অভিযোগ পার্শ্বশিক্ষকদের - Para teachers' Agitation
আজ পার্শ্বশিক্ষকদের অবস্থান ১৫ দিনে ও অনশন ১১ দিনে পড়ল । পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, আজও অনশনকারীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন । তিনি বলেন, "আজ আমাদের ছ'জন অসুস্থ হয়ে পড়েছিলেন । তাদের মধ্যে দু'জন বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি । নীলরতন সরকার হাসপাতালেও দু'জন ভরতি ।
বিভিন্ন দাবিতে ১১ নভেম্বর থেকে সল্টলেকে সেন্ট্রাল পার্কের মেলা মাঠের সামনে ধরনায় বসেছেন পার্শ্ব শিক্ষকরা । অনশন শুরুর আগে ১৩ নভেম্বর শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসার আবেদন জানান পার্শ্ব শিক্ষকরা । কিন্তু, সেই চিঠির কোনও উত্তর তাঁরা পাননি বলে জানিয়েছেন । পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "সরকারিভাবে এখনও শিক্ষামন্ত্রী কিছু বলেননি আমাদের । কিন্তু বাইরে শিক্ষামন্ত্রী উলটোপালটা বলে বেড়াচ্ছেন । আমরা ওসবে কান দিচ্ছি না । আমাদের সঙ্গে একদিনও উনি আলোচনায় বসেননি ।"
আজ পার্শ্বশিক্ষকদের অবস্থান ১৫ দিনে ও অনশন ১১ দিনে পড়ল । ভগীরথ ঘোষ জানিয়েছেন, আজও অনশনকারীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন । তিনি বলেন, "আজ আমাদের ছ'জন অসুস্থ হয়ে পড়েছিলেন । তাদের মধ্যে দু'জন বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি । নীলরতন সরকার হাসপাতালেও দু'জন ভরতি । আজ মহম্মদ সেলিম ও মুকুল রায় এসেছিলেন আমাদের অনশন মঞ্চে । মুকুল রায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আগামীকালই উনি কথা বলবেন । মহম্মদ সেলিম বলেছেন, দিল্লি থেকে যে টাকা আসে সেই টাকা যাতে আমরা পাই তার ব্যবস্থা উনি করবেন ।"