কলকাতা, 15 জুন : 20 জুন প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । বৃহস্পতিবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB) । দুপুর 2টো থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbjeeb.in -এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । আজ একথা জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।
20 জুন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ - joint exam
পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে 20 জুন । একথা জানালেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ।
20 জুন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ
মলয়েন্দুবাবু বলেন, "20 জুন রেজ়াল্ট বেরোবে । 1টার সময় আমরা প্রেস কনফারেন্স করব । আর 2টোর পর থেকে ছাত্রছাত্রীরা দেখতে পাবে ।" এই বছর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 26 মে । মোট পরীক্ষার্থী ছিলেন 1 লাখ 13 হাজার 992 জন ।