পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল - উচ্চ মাধ্যমিক

22 জুলাই বিকেল চারটের পর থেকে ওয়েবসাইট, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে । 23 জুলাই পরীক্ষার্থীরা তাদের মার্কশিট হাতে পাবে । কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, 23 জুলাই সকাল 11 টা থেকে স্কুলের প্রধানদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ও কাগজপত্র । তারপরে সেগুলি অভিভাবক ও পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ।

22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল
22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

By

Published : Jul 13, 2021, 7:08 PM IST

Updated : Jul 13, 2021, 7:53 PM IST

কলকাতা, 13 জুলাই : 22 জুলাই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল ৷ দুপুর 3টে থেকে ফল জানা যাবে ৷ সংসদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল হয়েছে ৷ পশ্চিমবঙ্গও সেই পথে হেঁটেছে ৷ সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে মতামত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, করোনা আবহে বাতিল হচ্ছে এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ 7 জুন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, মোট 34 হাজার ই-মেল এসেছে ৷ তার মধ্যে 83 শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরপরই 17 জুন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল ৷ সেইমতো আজ ঘোষণা করা হল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ৷ 22 জুলাই ফলপ্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে ৷ তবে মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে কোনওকিছু ঘোষণা করা হয়নি ৷

উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে মার্কসিট ৷ এক্ষেত্রে 2019 সালের মাধ্যমিকের 40 শতাংশ ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার (থিওরির) 60 শতাংশ নম্বর নিয়ে মার্কসিট তৈরি করা হবে ৷ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4টি বিষয়ের 40 শতাংশ নেওয়া হবে ৷ এক্ষেত্রে মূল্যায়নে সস্তুষ্ট না হলে ফের পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা ৷ এবং তাদেরও লিখিত পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে ৷

22 জুলাই বিকেল চারটের পর থেকে ওয়েবসাইট, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে । 23 জুলাই পরীক্ষার্থীরা তাদের মার্কশিট হাতে পাবে । কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, 23 জুলাই সকাল 11 টা থেকে স্কুলের প্রধানদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ও কাগজপত্র । তারপরে সেগুলি অভিভাবক ও পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ।

মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল দেখতে গেলে ক্লিক করতে হবে - www.results.shiksha-তে ৷ এসএমএসের মাধ্যমে রেজাল্ট পেতে হলে www.exametc.com, www.indiaresults.com ওয়েবসাইটে নিজের রোল নম্বর ও মোবাইল নম্বর রেজিস্ট্রার করাতে হবে ৷ এছাড়া, wbresults.nic.in-এও ফলাফল জানা যাবে ৷

Last Updated : Jul 13, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details