কলকাতা, 31 মে : মাধ্যমিক পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করার জন্য লকডাউনের মধ্যেই প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । কিন্তু তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে । এখনও নম্বর সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়নি । বিভিন্ন জটিলতায় সেই কাজ থমকে যায় । তাই বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে কড়া অবস্থান গ্রহণ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । আজ পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, 48 ঘণ্টার মধ্যে সমস্ত উত্তরপত্র ও নম্বর প্রধান পরীক্ষকদের কাছে জমা দিতে হবে । পাশাপাশি পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র ও নম্বরের তালিকা পাওয়ার 48 ঘন্টার মধ্যে স্ক্রুটিনি করে নম্বরের তালিকা পর্ষদের কাছে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদেরও ।
চলতি বছরের 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । শেষ হয় 27 ফেব্রুয়ারি । পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখ 15 হাজার 888 জন । দ্রুত ফল প্রকাশের জন্য প্রথমদিকে জোরকদমে কাজ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ । পরে কোরোনা ও তা থেকে বাঁচতে সরকার লকডাউন ঘোষণা করে । তারপরেও উত্তরপত্রগুলি মূল্যায়নের কাজ জারি রেখেছিলেন পরীক্ষকরা । কিন্তু মূল্যায়নের পর উত্তরপত্র সংগ্রহের কাজ থমকে যায় । অবশেষে 10 মে থেকে রাজ্যের যে সব জেলা কোরোনা মুক্ত বা যেখানে তুলনামূলক কোরোনা প্রভাব কম সেখানকার প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু করে পর্ষদ । তারপর ধীরে ধীরে কলকাতার মতো রেড জ়োন জেলা ও তার মধ্যে থাকা কনটেনমেন্ট এলাকাগুলি থেকেও উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ ।