নয়াদিল্লি, 7 জানুয়ারি: ফের সম্মান এল রাজ্যের ঝুলিতে । গত বছর দুয়ারে সরকারের হাত ধরে এসেছিল স্কচ পুরস্কার । এবার ফের পুরস্কার রেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 'দুয়ারে সরকার' (Duare Sarkar Bags Platinum Prize)। শনিবার সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র হাত থেকে পুরস্কার নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে দুয়ারে সরকার । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পকে দেশের সেরার সেরা প্রকল্প হিসাবে বেছে নিয়েছে । 2022 সালে 800টি প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছে এই দুয়ারে সরকার প্রকল্প । 'ডিজিটাল ইন্ডিয়া' পুরস্কারের 'পাবলিক প্ল্যাটফর্ম' বিভাগে প্ল্যাটিনাম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই প্রকল্প (WB State Govt Scheme Duare Sarkar Bags Platinum Prize) ।
2019 সালের লোকসভা নির্বাচনের পর 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প, দুয়ারে সরকার কর্মসূচি । এখন যার পঞ্চম পর্ব চলছে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছে । এমনটাই দাবি রাজ্যের শাসকদলের । যদিও এই কর্মসূচিকে ঘিরে বিরোধীদের একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে ।