পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar: 800টি প্রকল্পের মধ্যে সেরা ! প্ল্যাটিনাম পুরস্কার এল দুয়ারে সরকারের ঝুলিতে - দুয়ারে সরকার

আবার সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'দুয়ারে সরকার' । গত বছর স্কচ পুরস্কার পাওয়ার পর এবার প্ল্যাটিনাম পুরস্কার এল দুয়ারে সরকারের ঝুলিতে (Duare Sarkar Got Platinum Prize) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 7, 2023, 4:30 PM IST

Updated : Jan 7, 2023, 4:54 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: ফের সম্মান এল রাজ্যের ঝুলিতে । গত বছর দুয়ারে সরকারের হাত ধরে এসেছিল স্কচ পুরস্কার । এবার ফের পুরস্কার রেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 'দুয়ারে সরকার' (Duare Sarkar Bags Platinum Prize)। শনিবার সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র হাত থেকে পুরস্কার নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে দুয়ারে সরকার । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পকে দেশের সেরার সেরা প্রকল্প হিসাবে বেছে নিয়েছে । 2022 সালে 800টি প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছে এই দুয়ারে সরকার প্রকল্প । 'ডিজিটাল ইন্ডিয়া' পুরস্কারের 'পাবলিক প্ল্যাটফর্ম' বিভাগে প্ল্যাটিনাম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই প্রকল্প (WB State Govt Scheme Duare Sarkar Bags Platinum Prize) ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র হাত থেকে পুরস্কার নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

2019 সালের লোকসভা নির্বাচনের পর 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প, দুয়ারে সরকার কর্মসূচি । এখন যার পঞ্চম পর্ব চলছে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছে । এমনটাই দাবি রাজ্যের শাসকদলের । যদিও এই কর্মসূচিকে ঘিরে বিরোধীদের একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে ।

তবে এবার এই প্রকল্পই জায়গা করে নিল কেন্দ্রের সম্মানে । ইতিমধ্যেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে । সেখানে লেখা হয়েছে, “বাংলা পথ দেখায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজ এই সাফল্য । পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক উদ্যোগ ‘দুয়ারে সরকার’ আজ ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2022-এ প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে ।”

আরও পড়ুন: দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব

রাষ্ট্রপতির হাতে থেকে এই সম্মান পেয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "2020 সালের পয়লা ডিসেম্বর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় এই পরিষেবা । মোট পাঁচ দফায় রাজ্যের বিভিন্ন শহরে 3 লক্ষ 80 হাজার ক্যাম্প তৈরি করা হয়েছিল । যেখানে ভিজিটরের সংখ্যা প্রায় 9 কোটি । মোট 7.8 কোটি আবেদন জমা পড়েছিল । যার মধ্যে 6 কোটি 70 লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে । সংখ্যাকে তো অস্বীকার করা যায় না। তাই বিরোধীরা যতই এই প্রকল্পকে কটাক্ষ করুক, খোদ কেন্দ্রই আমাদের সম্মানিত করল ।”

Last Updated : Jan 7, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details