কলকাতা, 12 জুলাই : ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ার পরেও লকডাউনের কারণে দীর্ঘদিন থমকে ছিল স্টেট এলিজিবিলিটি টেস্টের (SET) ফল প্রকাশের প্রক্রিয়া । অবশেষে শনিবার প্রকাশিত হল 22তম SET পরীক্ষার ফলাফল । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন পরিচালিত এই পরীক্ষায় এই বছর মোট সাড়ে 3 হাজার প্রার্থী সফল হয়েছেন ।
প্রতি বছর বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারি অধ্যাপক পদের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা SET পরিচালনা করে কলেজ সার্ভিস কমিশন । চলতি বছর 19 জানুয়ারি হয়েছিল SET পরীক্ষা । মোট 48 হাজার 600 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায় । রাজ্যের 22টি জেলায় মোট 88 টি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে হয়েছিল পরীক্ষা । প্রশ্নপত্রে বারকোডের পাশাপাশি প্রতিটি সেন্টারে পরিদর্শক ও প্রতিটি জেলার জন্য জেলা কো-অর্ডিনেটর ছিলেন । প্রতিটি জেলায় UGC দ্বারা নিয়োগ করা পরিদর্শক ছিলেন । তাঁদের মধ্যে 28 জন রাজ্যের বাইরে থেকে এবং 3 জন কলকাতার ছিলেন ।