কলকাতা, 7 নভেম্বর:অবশেষে সুখবর । সপ্তাহের প্রথম দিনেই লক্ষ্মী এলো ঘরে । সোমবার রাজ্যকে 1 হাজার 132 কোটি 25 লক্ষ টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার(Wb Govt Received Thousands Crore from Central Govt)। রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গ-সহ 14টি রাজ্যকে এই টাকা দিয়েছে কেন্দ্র ৷ আর তার দৌলতেই রাজ্যের কোষাগারে এই লক্ষ্মীলাভ ।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এদিন রাজস্ব ঘাটতি বাবদ 14টি রাজ্যকে 7 হাজার 183 কোটি 42 লক্ষ টাকা দিয়েছে । সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। খাতায়-কলমে টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাম শাসিত কেরল । করোনাকালীন রাজস্ব ঘাটতি বাবদ যে সহায়তা রাজ্যগুলিকে করা হচ্ছিল এদিন ধরলে তা অষ্টম কিস্তি। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট 57 হাজার 467 কোটি 33 লক্ষ টাকা দিল মোদি সরকার ।