পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Life Insurance for Fisherman: দুয়ারে সরকার কর্মসূচিতে এবার মৎস্যজীবীদের জীবন বীমার সুযোগ - Life Insurance for Fisherman

মৎস্যজীবীরা এবার আসতে চলেছেন জীবনবীমার আওতায় (Life Insurance for Fisherman) ৷ দুয়ারে সরকারের মাধ্যমে নভেম্বর থেকেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা ৷

Etv Bharat
দুয়ারে সরকার কর্মসূচিতে এবার মৎস্যজীবীদের জীবন বীমার সুযোগ

By

Published : Oct 20, 2022, 1:30 PM IST

Updated : Oct 20, 2022, 2:18 PM IST

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যের মৎস্যজীবীদের জন্য সুখবর ৷ তাদের জন্য এবার বিনামূল্যে 15 লক্ষ টাকার জীবন বীমা করতে চলেছে রাজ্য সরকার (WB Govt is Giving Life Insurance to Fishermen Under Duare Sarkar Campaign)। আর এই বীমার কাজ শুরু হবে নভেম্বর থেকেই । বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বছর থেকে দুয়ারে সরকারের (Duare Sarkar Campaign) যে কর্মসূচি পাড়ায় পাড়ায় শুরু হচ্ছে তাতে যোগ দিয়ে মৎস্যজীবীরা এই বীমার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ।

এই বিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানান, রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষামূলকভাবে হাওড়া এবং দুই মেদিনীপুরের মৎস্যজীবীদের এই বীমার আওতায় আনা হচ্ছে । এছাড়া অন্যান্য জেলার জন্য এই সুবিধা দেওয়া হবে ৷ তবে কারা মাছ চাষ বা মাছ ধরার কাজে যুক্ত তাদের নাম আগে নথিভুক্ত করে তথ্যভাণ্ডার তৈরি করা হবে । এই তথ্য ভাণ্ডার সম্পূর্ণ হলে তাদের নামও জীবনবীমার আওতাভুক্ত করা হবে ।

আরও পড়ুন :ইটিভি ভারতের খবরের জের, দুয়ারে সরকার এল বৃদ্ধাশ্রমে

প্রসঙ্গত, মৎস্যজীবীদের জীবন হাতে নিয়ে কাজ করতে হয় । বিশেষ করে যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের জন্য জীবনের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি । রাজ্য সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরে তাঁদের জীবন সুরক্ষার জন্য কিছু করার ভাবনা চিন্তা চলছিল । বিশেষ করে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়লে তাঁদের পরিবারগুলি অসহায় হয়ে পড়ে । এই অবস্থায় এই পরিবারগুলির পাশে দাঁড়াতে এই জীবন বীমা নিয়ে আসছে রাজ্য সরকার । অন্য দুর্ঘটনা ছাড়াও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় মৎস্যজীবীদের জীবন সংশয়ের দিকে ঠেলে দেয়।

বিমার সুবিধা পেতে দুয়ারে সরকার শিবিরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে মত্‍স্যজীবীদের । আবেদনকারীর নমিনির নাম, সম্পর্ক, ঠিকানা ও বয়স দিতে হবে । সেই সঙ্গে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য । ইতিমধ্যে আবেদনপত্রের খসড়া খতিয়ে দেখছে মুখ্যমন্ত্রীর দফতর । এই প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট বিমা সংস্থার সঙ্গে কথা হয়েছে রাজ্য সরকারের । প্রাথমিক মূল্যায়নের পর সরকারী আধিকারিকদের অনুমান এই পর্যায়ে প্রায় 15 লক্ষ মত্‍স‍্যজীবী বীমার জন্য নাম নথিভুক্ত করেন । এর ফলে দুর্ঘটনায় মৃত্যু হলে একজন মত্‍স্যজীবীর পরিবার পাবে 5 লক্ষ টাকা । পাশাপাশি জখম হলে 50 হাজার টাকা পর্যন্ত চিকিত্‍সা বাবদ খরচ পাবেন মত্‍স্যজীবীরা । নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চিকিত্‍সার জন্য 8 লক্ষ টাকাও পেতে পারেন উপভোক্তারা ।

আরও পড়ুন :মাত্র 3 মিনিটেই বাঁচতে পারে জীবন, প্রশিক্ষণ দিলেন চিকিৎসকরা

Last Updated : Oct 20, 2022, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details