কলকাতা, 19 মার্চ: রাজ্য়ের ধান চাষীদের (Farmer) জন্য সুখবর। ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের থেকে আরও বেশি পরিমাণে ধান কিনবে খাদ্য দফতর। সিপিসি সেন্টার থেকে রাজ্য় সরকার কয়েক লক্ষ মেট্রিক টন ধান (Rice) কিনবে বলে জানিয়েছেন খাদ্য়মন্ত্রী (Food Minister) রথীন ঘোষ ৷
যদিও চলতি মরশুমের ধান সংগ্রহের প্রক্রিয়া শেষ হওয়ার পথে। তবে খাদ্য় দফতর সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন সিপিসি সেন্টার থেকে প্রায় 55 লক্ষ মেট্রিক টন ধান কিনবে তারা। সব মিলিয়ে আগামী নভেম্বর মাসের আগে পর্যন্ত মোট 61 লক্ষ মেট্রিক টন ধান কিনবে রাজ্য়ের খাদ্য় দফতর। এ বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "ইতিমধ্যে 46 লক্ষ 80 হাজার মেট্রিক টন ধান বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেছে খাদ্য দফতর। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্যের 15 লক্ষ 4 হাজার 471 জন কৃষক তাদের নিজেদের ধান নিজেরা বিক্রি করেছেন। আগামী নভেম্বর মাসের আগে পর্যন্ত 61 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য় মাত্রা নিয়ে আমরা এগোচ্ছি।"
খাদ্য়মন্ত্রী আরও জানিয়েছেন, প্রতিবছর কেন্দ্রীয় সরকারের অধীনে 'ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া' কৃষকদের থেকে ছয় লক্ষ মেট্রিক টন ধান নিয়ে থাকে। কিন্তু এ বছর সেই ধান তারা সংগ্রহ করছে না। যার জেরে লোকসানের মুখে পড়তে চলেছে রাজ্য়ের চাষীরা ৷ খাদ্য়মন্ত্রীর দাবি, কৃষকদের যাতে লোকসান না-হয়, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারই সেই ধান কিনবে সরাসরি কৃষকদের থেকে। সবমিলিয়ে বিগত বছরগুলির তুলনায় এবছর অনেকটাই বেশি পরিমাণে ধান কিনছে রাজ্য সরকার।