পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আরও 15টি COVID-19 হাসপাতাল গড়ার সিদ্ধান্ত সরকারের

রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা৷ বাড়ছে কোরোনা সংক্রমণ৷ এই পরিস্থিতিতে রাজ্যে আরও 15টি COVID-19 হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিল সরকার৷

nabanna
নবান্ন

By

Published : Jun 2, 2020, 1:50 AM IST

কলকাতা, 2 জুন : পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার পর রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ৷ আগামীদিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে কোরোনা চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের লক্ষে রাজ্যে আরও 15টি COVID-19 হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

বর্তমানে রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে কোরোনা সংক্রমণ। তাই হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও আলিপুরদুয়ারসহ বিভিন্ন জায়গায় তৈরি হবে COVID-19 হাসপাতাল।

হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন। ইতিমধ্যে 150 টি ট্রেনে ফিরেছেন 5 লাখের বেশি শ্রমিক। 10 জুনের মধ্যে 235 টি ট্রেনে আরও শ্রমিক রাজ‍্যে ফিরবেন। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসার পর থেকেই সংক্রমিতের সংখ্যা বাড়ছে৷ বিষয়টি স্বীকার করে নিয়েছে রাজ্য প্রশাসনও। সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, বর্তমানে মোট সংক্রমিতের 80 শতাংশই পরিযায়ী শ্রমিক। ফলে, পরিযায়ী শ্রমিকদের জন‍্য সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে৷ এই মুহূর্তে রাজ্যের কোনও জেলাই সংক্রমণমুক্ত নয়।

এই পরিস্থিতিতে জেলাগুলিতে করোনা হাসপাতাল গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে প্রায় 70 টি COVID-19 হাসপাতাল রয়েছে। আরও 15টি হাসপাতাল গড়ার উদ‍্যোগ নেওয়া হয়েছে৷

ABOUT THE AUTHOR

...view details