পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় সাইকেল লেন নিয়ে বৈঠক ফিরহাদের

যাতায়াতের সুবিধাও হবে আবার শহরও থাকবে দূষণমুক্ত ৷ কলকাতায় সাইকেল লেন গড়ার দাবিকে মান্যতা দিয়ে KMDA-এর সঙ্গে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

জোরকদমে সাইকেল লেন গড়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য
জোরকদমে সাইকেল লেন গড়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য

By

Published : Jun 27, 2020, 11:23 AM IST

কলকাতা, 27 জুন: অফিস-কাছারি খুললেও পথে এখনও নামেনি পর্যাপ্ত পরিমাণে বাস ৷ তেমন সংখ্যায় চোখে পড়ে না অটো ৷ আর রেল পরিষেবা তো একেবারে বন্ধ ৷ এই পরিস্থিতিতে দুচাকার বাইক, সাইকেলের উপরই ভরসা করছে আমজনতা ৷ তার মধ্যে খোদ কলকাতাতেই বাড়ছে পরিবেশবান্ধব সাইকেলের ব্যবহার ৷ তাই শহরে সাইকেল লেনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে KMDA-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

তবে শহরে সাইকেল লেন গড়ার দাবি আজকের নয় ৷ দীর্ঘদিন ধরে সাইকেল লেনের দাবি ছিল ছাত্র-ছাত্রী থেকে কর্মরত যুবক-যুবতিদের । এদিকে লকডাউন শিথিল হয়ে অফিস-কাছারি খুললেও বন্ধ রয়েছে রেল পরিষেবা । ফলে জেলাগুলো থেকে শহরমুখো হওয়া কর্মীদের কর্মস্থানে যোগদান করার জন্য বাস, অটোর পাশাপাশি সাইকেলের উপর নির্ভর করতে হচ্ছে । যে কারণে শহর জুড়ে বর্তমানে শুরু হয়েছে সাইকেল ও মোটরসাইকেলের দাপট । এর ফলে সাইকেল লেনের জন্য আরও জোরালো দাবি উঠতে শুরু করেছে । লকডাউন শিথিল হওয়ার পর এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রাজ্য সরকারও । তাই মহানগরীর পথে সাইকেল লেন গড়া নিয়ে নড়েচড়ে বসেছে ৷ এই নিয়ে রাজ‍্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম আজ এ বিষয় নিয়ে KMDA কর্তাদের সঙ্গে বৈঠক করেন । কলকাতার রাস্তায় কীভাবে সাইকেল লেন করা সম্ভব হবে তা নিয়েই কার্যত আলোচনা চলে। এক্ষেত্রে কলকাতা পৌরনিগম এবং পুর ও নগর উন্নয়ন দপ্তর একসঙ্গে কাজ করবে বলে বার্তা দেন ফিরহাদ হাকিম ।

ইতিমধ্যেই KMDA শহরে সাইকেল লেন করার ভাবনাচিন্তা শুরু করেছে । KMDA একটি বিশেষ সংস্থাকে নকশা তৈরির দায়িত্ব দিয়েছে । শহরের মোট 60টি রাস্তায় সাইকেল লেন করার ভাবনা-চিন্তা চলছে‌। 30 শতাংশ ফুটপাতের জায়গা ব্যবহার করে লেন তৈরি করা হতে পারে । এই নিয়ে চলছে সমীক্ষা । 5 মাসের মধ্যে শেষ হবে সমীক্ষার কাজ । প্রসঙ্গত, পরিবেশপ্রেমীরাও বর্তমান পরিস্থিতিতে সাইকেল লেনের দাবি তুলেছিলেন । তাদের মতে, সাইকেল লেন তৈরি হলে দূষণমুক্ত থাকবে শহর ।

ABOUT THE AUTHOR

...view details