কলকাতা, 1 এপ্রিল: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাই মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি ৷ এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তাতে কিছুটা হলেও অস্বস্তিতে সরকার ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে এই দুয়ারে সরকার কর্মসূচির উপর জোর দিচ্ছে রাজ্য সরকার ৷
জানা গিয়েছে, শনিবার থেকে ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি চলবে 20 এপ্রিল পর্যন্ত ৷ এবার দু'দফায় এই কর্মসূচি হবে ৷ প্রথম দফায় দশদিন আবেদনপত্র জমা দেওয়া এবং শেষ দফায় অর্থাৎ পরবর্তী দশদিনে পরিষেবা প্রদান করা হবে ৷ পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে ৷ এপ্রিল মাসে নতুন চারটি পরিষেবা যুক্ত করা হয়েছে ৷ এনিয়ে মোট 33টি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷
দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে কয়েকটি স্পষ্ট নির্দেশ আছে । বলা আছে, কাউকে শিবির থেকে ফেরানো যাবে না ৷ কোনও পরিষেবার জন্য কেউ আবেদন করলে এবং তা গৃহীত না-হলে তার কারণ ব্যাখ্যা করতে হবে সরকারি আধিকারিকদের ৷ অনেক সময় দেখা যায়, কোনও ত্রুটি সংশোধন করলে উপভোক্তা ওই নির্দিষ্ট পরিষেবার আওতায় আসতে পারেন। সে ক্ষেত্রে সেই প্রয়োজনীয় সংশোধন করে উপভোক্তাকে পরিষেবার আওতায় আনা হবে ৷ আর যদি তা সম্ভব না-হয়, তাহলে সেই কারণও স্পষ্ট করে উপভোক্তাকে বুঝিয়ে দিতে হবে ৷