কলকাতা, 15 অগস্ট : চিরপরিচিত সাদা শাড়ি পরেই রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেই চিরাচরিত মর্য্যাদার সঙ্গে পালিত হল 75তম স্বাধীনতা দিবস ৷ এবারে নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ৷ তাই এদিনের মার্চ পাস্টে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি তুলে ধরা হয় ৷
পতাকা তুলে গার্ড অফ অনারের শেষে সবাইকে নমস্কার জানিয়ে নিজের আসনে বসলেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Netaji Subhas Chandra Bose : নজরবন্দি হয়েও অপ্রতিরোধ্য নেতাজি, গোপন চিঠি পাঠাতেন পাউরুটির স্লাইসে
এর পর শুরু হয় কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগের মার্চ পাস্ট ৷ কর্মক্ষেত্রে অসামান্য ও উল্লেখযোগ্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী পদক তুলে দেবেন কয়েকজন পুলিশ আধিকারিকের হাতে ৷ প্রথমে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের 9টি ট্যাবলো অংশ নিয়েছিল এদিনের কুচকাওয়াজে ৷ একটি ট্যাবলোয় ‘খেলা হবে দিবস’-এর কথা তুলে ধরা হয়েছিল, অন্য আরেকটি ট্যাবলোয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচার করা হচ্ছিল ৷
এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, কৃষক বন্ধু প্রকল্পের বিষয় নিয়েও ট্যাবলো করা হয়েছিল ৷