পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছন্নছাড়া প্রার্থী তালিকা ঘোষণা বামেদের - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা

সবাইকে নিয়ে চলার কথা বললেও এই সংযুক্ত মোর্চা কতটা সাফল্য পাবে সেই প্রশ্ন প্রথম প্রার্থী তালিকা ঘোষণার দিনই স্পষ্ট হয়ে গেল ৷

wb assembly
wb assembly

By

Published : Mar 5, 2021, 5:47 PM IST

কলকাতা, 5 মার্চ : প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণাতেই কোথায় যেন ছন্নছাড়া ভাবটা উঠে এল ৷ এবারের ভোট নবান্ন দখলের লড়াই ৷ কিন্তু গোটা যুদ্ধক্ষেত্রটা যেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ৷ বাংলার রাজনীতির হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন নন্দীগ্রাম থেকে ৷ বিজেপির শুভেন্দু অধিকারীও হয়ত নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন ৷ আর সেখান থেকেই সংযুক্ত মোর্চা নন্দীগ্রামে কোনও প্রার্থী ঘোষণা করতে পারল না ৷ যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, তাঁর দুদফায় প্রার্থী ঘোষণা করবেন ৷ কিন্তু আজ যখন তৃণমূল নন্দীগ্রামকে সামনে রেখে লড়াইয়ের সুরকে সপ্তমে তুলল তখনই বামেদের এই সিদ্ধান্ত কেমন যেন ম্রিয়মান করে দিল ৷

আজ তৃণমূল প্রার্থী ঘোষণার সময় একাধিক রূপোলি মুখকে সামনে আনল ৷ টালিগঞ্জের একঝাঁক তারকাকে প্রার্থী করল তারা ৷ আর তখনই কংগ্রেস-বামেদের জোট কোনও রূপোলি নায়ককে সামনে আনল না বা আনতে পারল না বা চাইল না ৷ আবার প্রার্থী ঘোষণার সময় বিমান বসুর একটি মন্তব্য নতুন করে সংযুক্ত মোর্চার ভারসাম্যহীনতা নিয়ে প্রশ্নও তুলে দিল ৷ বিমান বসু বললেন, এখনও আলোচনার অনেক পথ বাকি রয়েছে ৷ অর্থাৎ, কোথায় যেন একটা তাড়াহুড়ো করার ছবিটা ধরা পড়ল ৷ এদিন প্রথম প্রার্থী তালিকা ঘোষণার সময় উপস্থিত ছিলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকী ৷ ভাইজানের অনুপস্থিতিতে দলের প্রতিনিধিত্ব করলেন শিমূল সরেন ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে এখনও চূড়ান্ত নয় সংযুক্ত মোর্চার প্রার্থী

এদিন প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিমান বসু, নরেন চট্টোপাধ্যায় ৷ কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ৷ কিন্তু ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তেমনই ছিলেন না আব্বাস সিদ্দিকীও ৷ যে অধীর এবং আব্বাসের স্নায়ুযুদ্ধ 28শের ব্রিগেডে সংযুক্ত মোর্চার সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ৷ ব্রিগেড শেষের পর আব্বাস সরাসরি আঙুল তুলেছিল প্রদেশ কংগ্রেসের দিকেই ৷ রাহুল, সোনিয়াদের সদিচ্ছার কথা জানয়েও আব্বাসের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অধীরদের ৷ অন্যদিকে অধীর চৌধুরীও দাবি করেছিলেন কোনও ধর্মীয় সংগঠনের সঙ্গে তিনি কথা বলতে চান না ৷ এই বিষয়টির দায়িত্ব দেওয়া ছিল আবদুল মান্নানকে ৷ এদিনের প্রার্থী তালিকা ঘোষণার সময় অনুপস্থিত সেই আবদুল মান্নানও ৷ অর্থাৎ সবাইকে নিয়ে চলার কথা বললেও এই সংযুক্ত মোর্চা কতটা সাফল্য পাবে সেই প্রশ্ন প্রথম প্রার্থী তালিকা ঘোষণার দিনই স্পষ্ট হয়ে গেল ৷

আরও পড়ুন : মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা বিজেপির

শুধু তৃণমূলের মতো প্রার্থী তালিকায় চমক দেখানো দূরের কথা, তরুণ মুখকেও সেভাবে আনতে পারলেন না বাম নেতারা ৷ যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল সেই সুশান্ত ঘোষ এবং দেবলীনা হেমব্রম ছাড়া আজকের প্রার্থী তালিকায় সংবাদমাধ্যমে সেভাবে চর্চিত মুখ আর কেউ নেই ৷ কংগ্রেস কোনও প্রার্থী তালিকা ঘোষণা করল না ৷ পুরোটাই করবে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ নেই আব্বাসের তালিকাও ৷ কিন্তু নামে এটি যুক্ত মোর্চার প্রার্থী তালিকা ৷ আর বাস্তবে শুধুই বামেদের প্রার্থী তালিকা ৷

ABOUT THE AUTHOR

...view details