কলকাতা , 4 মে : বৃহস্পতিবার (6 মে) দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা । গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজের জন্য কলকাতা পৌরনিগম পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে ।
কলকাতা পৌরনিগমের তরফ থেকে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, বুস্টার পাম্পিং মেশিন মেরামত ও পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ হবে বৃহস্পতিবার । তাই 6 তারিখ বৃহস্পতিবার গার্ডেনরিচ থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।
গার্ডেনরিচের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকার ফলে দক্ষিণ কলকাতার বহু অংশে ওইদিন জল সাময়িক থাকবে না । বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ ও বজবজ থেকে টালিগঞ্জ, হাজরা, রাসবিহারী, গড়িয়া ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় কলকাতা পৌরনিগম থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।