কলকাতা, 22 সেপ্টেম্বর: বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর ৷ অন্যদিকে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এর মধ্যে বৃষ্টির জেরে জল জমল বাইপাস সংলগ্ন মুকুন্দপুরেও । ফলে খোদ প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির নিচতলাও হয়ে পড়ে জলমগ্ন ৷ সন্ধ্যা নাগাদ প্রাক্তন মেয়রের বাড়ির জল নামলেও আশপাশের গলিতে তখন জমে থাকে জল।
109 নম্বর ওয়ার্ডে প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। এই ওয়ার্ডে গত বার একাধিক এলাকা জলে ডুবে থাকায় বিধায়ক দেবব্রত মজুমদার নিজেই এলাকা পরিদর্শনে এসে সব জায়গায় ঢুকতে পারেননি । এলাকার মানুষের কাছে বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। বছর ঘুরলেও জল বিস্তীর্ণ এলাকার জল ছবির কোনও পরিবর্তন হয়নি ৷ এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে জল জমবেই। ওই অঞ্চলে দুপুরের পর জল নেমে গিয়েছে।