পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Logging Problem: বৃষ্টিতে ভাসল মুকুন্দপুর, জলমগ্ন প্রাক্তন মেয়রের বাড়ি - water logging problem in kolkata

শুক্রবার বৃষ্টিতে ভাসল মুকুন্দপুরে একাধিক রাস্তা ৷ জল জমল প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:34 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর ৷ অন্যদিকে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এর মধ্যে বৃষ্টির জেরে জল জমল বাইপাস সংলগ্ন মুকুন্দপুরেও । ফলে খোদ প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির নিচতলাও হয়ে পড়ে জলমগ্ন ৷ সন্ধ্যা নাগাদ প্রাক্তন মেয়রের বাড়ির জল নামলেও আশপাশের গলিতে তখন জমে থাকে জল।

109 নম্বর ওয়ার্ডে প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। এই ওয়ার্ডে গত বার একাধিক এলাকা জলে ডুবে থাকায় বিধায়ক দেবব্রত মজুমদার নিজেই এলাকা পরিদর্শনে এসে সব জায়গায় ঢুকতে পারেননি । এলাকার মানুষের কাছে বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। বছর ঘুরলেও জল বিস্তীর্ণ এলাকার জল ছবির কোনও পরিবর্তন হয়নি ৷ এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে জল জমবেই। ওই অঞ্চলে দুপুরের পর জল নেমে গিয়েছে।

বিকাশবাবুর বাড়ি থেকে জল নামলেও আশেপাশে রাস্তা থেকে গলিপথ ছিল যথেষ্ট জলমগ্ন। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, উনি যখন ওখানে জমি কিনেছিলেন, তখনও ওই এলাকা জলের তলায় থাকত। বাড়ি তৈরির সময়ও ওনার এই জল জমা নিয়ে সমস্যা হয়েছে। তবে আগের থেকে পরিস্থিতি ভালো। ওই অঞ্চলে একটা অংশে কেইআইআইপি প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরির কাজ প্রায় শেষ। নতুন পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। আগামী দিনে আরও কাজ হবে।

আরও পড়ুন: নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গে কমলেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

মূলত, ভারী বৃষ্টি না হলেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যার জেরে জলে ভেসেছে মুকুন্দপুর, নয়াবাঁধ, পঞ্চসায়র- সহ বাইপাস লাগোয়া বেশ কয়েকটি অঞ্চল। এদিন ভোর রাত থেকে বৃষ্টির জেরে ওই অঞ্চলের বিভিন্ন অলিগলিতে হাঁটু জল জমে যায়। যার জেরে প্রাক্তন মেয়রের বাড়িতেও জল ঢুকে যায়। বাড়ির একতলা জল থইথই করতে দেখা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details