কলকাতা ও বোলপুর, 10 নভেম্বর: দীপাবলীর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, আগামী 20 ও 22 নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ ৷ তবে বিশ্বভারতীর প্রাক্তন উপচার্যের বাড়িতে গিয়ে এই জিজ্ঞাসাবাদ করতে হবে ৷
প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ছ’টি এফআইআর রুজু করা হয়েছিল । আজ শুক্রবারই তাঁকে শান্তিনিকেতন থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের তরফে । এফআইআর খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।
সেই মামলায় এ দিন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে স্বস্তি পেলেন তিনি । তবে এফআইআর খারিজ হল না ৷ বরং আদালতের নির্দেশ, শনিবারের মধ্যে বিদ্যুৎকে এফআইআরের কপি দেবে শান্তিনিকেতন থানা । নতুন করে নোটিশ জারি করে তবেই জিজ্ঞাসাবাদ করা যাবে । হাইকোর্টের আরও নির্দেশ, 20 নভেম্বর তিনটি মামলা ও 22 নভেম্বর দু’টি মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ । প্রতিটি মামলায় এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে ।
উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । সেই সময় থেকে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল শান্তিনিকেতন থানায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি পাঁচ পাতার একটি চিঠি লিখেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । সেই নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক । বিদ্যুৎ চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন দাবি করে মামলা দায়ের করেন তিনি ।
এছাড়া বিশ্বভারতীর ফলক বিতর্কে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার । বুধবার উপাচার্য হিসাবে তাঁর মেয়াদ শেষ হয় । তার পরই শান্তিনিকেতন থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যুত চক্রবর্তীর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে বৃহস্পতিবার ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবসর নিতেই পুলিশের সক্রিয়তা নিয়েই প্রশ্ন তোলেন বিদ্যুৎ চক্রবর্তী । এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । আপাতত হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে তিনি ৷ যদিও এ দিন ফের তাঁকে নোটিশ ধরাতে তাঁর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ । ভোরবেলা বাসভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি, এমনটাই পুলিশকে জানান নিরাপত্তারক্ষীরা ।
আরও পড়ুন:
- বিদ্যুতের মেয়াদ শেষে 'শান্তি'-নিকেতনে, প্রাক্তন উপাচার্যের প্রতীকী মরদেহ নিয়ে মিছিল
- ফলক বিতর্কে উপাচার্যকে থানায় তলব, মুখ্যমন্ত্রীকে 'অসম্মান' করা নিয়েও অভিযোগ দায়ের
- মমতার সাহিত্যচর্চা নিয়ে ব্যঙ্গাত্মক চিঠি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতী উপাচার্যের