কলকাতা, 31 জুলাই : সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে "দিদিকে বলো" কর্মসূচি । জনতার অভাব-অভিযোগের কথা জানানোর জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ৷ এর সঙ্গে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে । "দিদিকে বলো" কি ব্যবহার করছেন চাকরিপ্রার্থীরা? উত্তর আসছে, "অবশ্যই" । জুনিয়র ইঞ্জিনিয়র থেকে আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী, সকলের উত্তর একই । নিজেদের সমস্যা ও অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে তাঁরা অবশ্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন । তবে, বেশিরভাগের অভিযোগ, ফোন অধিকাংশ সময়ে নট রিচেবল বলছে । তাই, বাধ্য হয়ে ওয়েবসাইটে অভিযোগ জানাতে হচ্ছে ।
সোমবার এই কর্মসূচির ঘোষণা করা হয় ৷ এরপর নিজেদের কথা জানানো শুরু করেছেন চাকরিপ্রার্থীরা ৷ এই বিষয়ে, আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অতনু ঘোষ বলেন, "আমরা অনেকেই জানিয়েছি । ব্যক্তিগতভাবে আমি নিজেও জানিয়েছি যে, বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হোক । আপার প্রাইমারির নিয়োগ দ্রুত সম্পন্ন করা হোক । ফোন নট রিচেবল, তাই আমরা ওয়েবসাইটে জানিয়েছি । শুধু আমরা কেন, অনেকেই ব্যবহার করেছেন । PSC ইঞ্জিনিয়র, আপার প্রাইমারির চাকরিপ্রার্থী, ইলেভেন-টুয়েলভের চাকরিপ্রার্থী, যারা প্রাইমারি টেটের ফর্ম ফিলাপ করেছিলেন বহুদিন আগে, কিন্তু এখনও পরীক্ষা হয়নি তাঁরাও ব্যবহার করছেন । এমন কী ট্রেইন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা ন্যায্য বেতনের দাবির কথা জানিয়েছেন ৷"