কলকাতা, 15 মে :মঙ্গলবার অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজ চত্বরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মী সমর্থকরাই এই কাজের সঙ্গে যুক্ত ছিল । অন্যদিকে, BJP-র বক্তব্য এসবই ষড়যন্ত্র । নিজেরাই ভেঙে পরের নামে দোষ চাপাচ্ছে । ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক ।
এই সংক্রান্ত আরও পড়ুন : গেট বন্ধ ছিল, বিদ্যাসাগরের মূর্তি BJP কর্মীরা ভাঙল কী করে ? অমিত
মূর্তি ভাঙচুরের পরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে কয়েকটি বাইকে । BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহর প্রশ্ন, "আমরা আমাদের নিজেদের বাইক নিজেরাই জ্বালিয়েছি ?"
এই সংক্রান্ত আরও খবর : সৌভাগ্যবান, প্রাণে বেঁচে ফিরেছি : অমিত