কলকাতা, 6 এপ্রিল : প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর, কৃষ্ণনগর, মালদা উত্তর সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ ভিডিয়ো বার্তা দেন তিনি। বললেন, "জোড়াফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন।" ব্যারাকপুরের উদ্দেশ্যে তাঁর বার্তা, "সবাইকে বলব গদ্দারদের দিকে তাকাবেন না। গদ্দারদের জামানত বাজেয়াপ্ত করুন। দয়া করে দীনেশ ত্রিবেদীর সমর্থনে জোড়াফুল চিহ্নে ভোট দিন।"
গদ্দারদের দিকে তাকাবেন না, ভিডিয়ো বার্তা মমতার - krishna nagar
ব্যারাকপুর, কৃষ্ণনগর, মালদা উত্তর সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ ভিডিয়ো বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইরকমভাবে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ ছিলেন তাপস পাল। এবার তাঁকে প্রার্থী করেনি দল। এবার কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। একসময় BJP-র বেশ শক্ত জায়গা ছিল কৃষ্ণনগর। BJP-র সত্যব্রত মুখোপাধ্যায় (জুলুবাবু) সেখানকার সাংসদ ছিলেন। এবার মোদি হাওয়ায় কৃষ্ণনগর আসনটি তৃণমূলের হাত থেকে চলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুরের লড়াইও খুব সহজ নয়। এই কেন্দ্রগুলিকে নিয়েও খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল শিবির। আজ এই কেন্দ্রগুলির প্রার্থীর সমর্থনেই ভিডিয়ো বার্তা দিলেন।