পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

VHP Hanuman Jayanti Programme: হনুমান জয়ন্তীতে আসরে বিশ্ব হিন্দু পরিষদ, রাজ্যজুড়ে 500টি কর্মসূচি - Hanuman Jayanti

হনুমান জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যজুড়ে কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের ৷ তবে হবে না বড় কোনও মিছিল ৷

Etv Bharat
বিশ্ব হিন্দু পরিষদ

By

Published : Apr 5, 2023, 10:55 PM IST

কলকাতা, 5 এপ্রিল: সম্প্রতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়ার মতো কয়েকটি জায়গায় অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য ৷ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পালিত হতে চলেছে হনুমান জয়ন্তী ৷ বিশ্ব হিন্দু পরিষদ সিদ্ধান্ত নিয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যের 500টি জায়গায় ছোট-বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ তবে এই কর্মসূচিগুলিতে কোনও অস্ত্র নিয়ে মিছিল করা হবে না বলে জানিয়েছেন সংগঠনের জাতীয় সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ ৷

তবে কি রামনবমীর অশান্তির কারণেই মিছিল না করার এই সিদ্ধান্ত সংগঠনের ? এই প্রসঙ্গে ভিআইচপি-এর এই নেতা জানান, মূলত রামনবমীতেই মিছিলের আয়োজন করা হয় আর হনুমান জয়ন্তীতে অন্য ধর্মীয় অনুষ্ঠান করা হয় ৷ এর সঙ্গে রামনবমীর অশান্তির কোনও যোগ নেই ৷

উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হনুমান জয়ন্তীতে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য পুলিশের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ পাশাপাশি, রামনবমীতে অশান্তির জন্য তারা রাজ্য সরকারকেও দায়ী করেছে ৷ তবে ভিএইচপি'র এই অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ রাজ্যে অশান্তির জন্য তিনি বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদকেই দায়ী করেছেন ৷ রাজ্যে অশান্তি তৈরির জন্য আরএসএস, বিজেপি ও ভিএইচপি চক্রান্ত করছে বলে তাঁর অভিযোগ ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির পর হনুমান জয়ন্তীতে তৎপরতা, একাধিক নির্দেশিকা জারি লালবাজারের

হনুমান জয়ন্তীতে রাজ্যে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য আগে থেকেই সতর্ক পুলিশ-প্রশাসন ৷ হাইকোর্টের নির্দেশের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া, কলকাতা ও ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ কলকাতা পুলিশ জানিয়েছে, আগে থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট রুটেই মিছিল করতে হবে ৷ এরজন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উদ্যোক্তাদের ৷ অস্ত্র নিয়ে বা ডিজে বাজিয়ে মিছিল করা যাবে না ৷

ABOUT THE AUTHOR

...view details