পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tarun Majumdar : ক্রমশ স্থিতিশীল হচ্ছেন তরুণ মজুমদার - Veteran Director Tarun Majumdar admitted to SSKM hospital

কিডনিজনিত সমস্যা নিয়ে কয়েকদিন আগে বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে (Veteran Director Tarun Majumdar admitted to SSKM hospital) ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যাও ৷ রাইস টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছে পরিচালককে । স্থিতিশীল হচ্ছেন তরুণ মজুমদার ।

Tarun Majumdar
স্থিতিশীল হচ্ছেন তরুণ মজুমদার

By

Published : Jun 22, 2022, 6:34 PM IST

কলকাতা, 22 জুন : সঙ্কটজনক অবস্থায় তরুণ মজুমদার । মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অচ্ছন্ন অবস্থায় রয়েছেন তিনি (Veteran Director Tarun Majumdar admitted to SSKM hospital)। আইসিসিইউ থেকে দেওয়া হয়েছে এসএসকেএম-এর মেইন বিল্ডিংয়ে । মঙ্গলবারই তৈরি করা হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল টিম । তরুণ মজুমদারের চিকিৎসক কমিটি তৈরি । মেডিক্যাল বোর্ডে রয়েছেন সরোজ মণ্ডল, সোমনাথ কুণ্ডু, সৌমিত্র ঘোষ বিমান রায়, অর্পিতা রায়চৌধুরী । নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীর অধীনে ভর্তি তিনি ।

মঙ্গলবার অক্সিজেনের টিউব খোলার কথা থাকলেও চিকিৎসক কমিটির সিদ্ধান্তের জেরে তা খোলা হয়নি । তবে অক্সিজেনের চাহিদা কিছুটা কমেছে । রাইস টিউবের সাহায্যে খাচ্ছেন পরিচালক । তবে আচ্ছনভাব অনেকটাই বেড়ে গিয়েছে । মঙ্গলবার করা হয়েছে করোনা পরীক্ষা । সেই রিপোর্ট এখনও আসেনি । মনে করা হচ্ছে, কিডনির পাশাপাশি ফুসফুসেও সমস্যা আছে ৷ রয়েছে বার্ধক্যজনিত সমস্যা । সবকিছুর জেরে সঙ্কটে, তবে স্থিতিশীল তরুণ মজুমদার ।

আরও পড়ুন :Rituparna on Tarun Majumdar: ওঁর সঙ্গে এখনও অনেক কাজ বাকি, তরুণ মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় ঋতুপর্ণা

দীর্ঘ দু'দশকের বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ সবমিলিয়ে খ্যাতনামা পরিচালকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সিনে অনুরাগীরা ৷

জাতীয় পুরস্কারের পাশাপাশি 1990 পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তরুণ মজুমদার ৷ পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবি 'চাওয়া পাওয়া' (1959) ৷ 1962 'কাঁচের স্বর্গ' ছবির জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে ভরে নিয়েছিলেন পরিচালক ৷ এরপর একে একে পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে, গণদেবতা, বালিকা বধূ, কুহেলী, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পরশমণি, আলো-র মতো ছবিগুলি বর্ষীয়ান পরিচালকের সাফল্যের মুকুটে একেকটি পালক ৷ স্বভাবতই তরুণ মজুমদারের আরোগ্য কামনায় ব্রতী সিনে অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details