পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীঘ্রই SSC-র তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি

ক্লাস নাইন থেকে টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং-এর জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। আজ একথা জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার।

সৌমিত্র সরকার

By

Published : Mar 5, 2019, 10:51 PM IST

কলকাতা, ৫ মার্চ: ক্লাস নাইন থেকে টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং-এর জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। আজ একথা জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। আজ অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার সহ স্কুল শিক্ষা দপ্তরের অন্য আধিকারিকরা।

কিছুদিন আগেই শেষ হয়েছে নাইন ও টেনের দ্বিতীয় কাউন্সেলিং। কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের প্রশ্ন তৃতীয় কাউন্সেলিং কবে হবে? কতগুলি শূন্যপদের জন্য হবে তৃতীয় কাউন্সেলিং? আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দাবি ছিল একাদশ-দ্বাদশের শ্রেণির তৃতীয় কাউন্সেলিং করতে হবে। ওটা আমরা দু'তিন দিনের মধ্যে করব। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রেও তাই। আপনাদের প্রশ্ন ছিল তৃতীয় কাউন্সেলিং কবে হবে? ওটাও বললাম করব।"
ইলেকশনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পর কি তৃতীয় কাউন্সেলিং করা সম্ভব? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, "আমি আগে থেকে যদি বিজ্ঞপ্তি দিয়ে দিই যে আমরা করব তাহলে সম্ভব। আমরা খুব শিগগিরই দিয়ে দেব। আমি দু'চারদিনের মধ্যে নোটিশ দিয়ে দেব। এক মাসের মধ্যে যাতে তৃতীয় কাউন্সেলিং করা যায় তার চেষ্টা করব।"

ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিয়ে সৌমিত্র সরকার বলেন, "ওদের মূল সমস্যা ছিল ওয়ার্ক এডুকেশন, ফিজ়িক্যাল এডুকেশন। তাঁদেরকে বলেছি, SSC তো রেকমেন্ডেশন ছেড়ে দিয়েছে। সেটা ২৮ তারিখ রাত থেকে যেহেতু বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল সেখানে সেটা এখন বন্ধ রয়েছে, স্টে অর্ডার আছে বলে। সেই স্টে অর্ডার উঠলে বোর্ড ওটা ছেড়ে দেবে। এখানে তো আমার কিছু করার নেই।" ভ্যাকেন্সি আপডেট করে নিয়োগের বিষয়ে সৌমিত্র সরকার বলেন, "ভ্যাকেন্সি আপডেট করবে ডিপার্টমেন্ট। SSC তো ভ্যাকেন্সি আপডেট করবে না। SSC-র কাছে যে ভ্যাকেন্সি যাবে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করব আমরা। সেই ভ্যাকেন্সিটা আমাদের যে ভ্যাকেন্সি বেঁচে আছে তার মধ্যেই আমি নিয়োগ করব। যদি নতুন ভ্যাকেন্সি দিয়ে আপডেট করতে হয় করব। এ তো আমার হাতে নয়।"

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, মাল্টিপল ব়্যাঙ্কিং ও অনুপস্থিতির কারণে এখনও পর্যন্ত নবম-দশমে ২৬০০টি শূন্যপদ রয়েছে। যদিও, নন-জয়েনিং শূন্যপদ যোগ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। একাদশ-দ্বাদশের ৮২২টি শূন্যপদ রয়েছে। যদিও, সেই শূন্যপদগুলিকে সুইটেবল ক্যান্ডিডেট নট ফাউন্ড ঘোষণা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details