কলকাতা : চারিদিক থেকে উঁকি মারছে ভিনগ্রহের প্রাণীরা ৷ রয়েছে স্পেসশিপ, রয়েছে UFO ৷ দূরে পৃথিবীকে দেখা যাচ্ছে ৷ দেখা যাচ্ছে বাঙালির দুর্গা পুজোও ৷ কুমোরটুলি পার্কের দুর্গা পুজোর থিম এবার কিছুটা এরকমই ৷ মানুষ এবার ভিনগ্রহের প্রাণীদের সঙ্গেই UFO থেকে ঠাকুর দেখবে কুমোরটুলি পার্কে ৷ থিমের নাম 'উঁকি' ৷
UFO থেকে প্রতিমা দর্শন, কচিকাঁচাদের জন্য থিম কুমোরটুলি পার্কে - durga pujo 2019
কচিকাঁচাদের কথা ভেবেই ভিনগ্রহীদের থিম করা হয়েছে ৷ তাদের কাছে এটা খুবই পছন্দের হবে বলে মনে করছেন পুজো কমিটির সদস্য সুবীর চ্য়াটার্জি ৷
মণ্ডপজুড়ে তৈরি হয়েছে ভিনগ্রহীদের একটা আলাদা জগৎ ৷ মণ্ডপের বিভিন্ন জায়গা থেকে উঁকি মারছে ভিনগ্রহী প্রাণী ৷ মণ্ডপের বাইরের অংশে রয়েছে পৃথিবী, বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও উপগ্রহ ৷ আর ভিতরে রয়েছে একটি রকেট লঞ্চিং স্টেশন ৷ থাকবে একটা রকেটও ৷ দর্শনার্থীরা যত মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন, তত ভিনগ্রহীদের গতিবিধি বাড়তে থাকবে ৷ UFO থেকে দেখলে দৃশ্যটা যেমন হতে পারে, সেভাবেই প্রতিমা দর্শন করবেন দর্শনার্থীরা ৷
কুমোরটুলি পার্ক পুজো কমিটির সদস্য সুবীর চ্যাটার্জি বলেন, "কচিকাঁচাদের কথা ভেবেই ভিনগ্রহীদের থিম করা হয়েছে ৷ তাদের কাছে খুবই পছন্দের হবে এটা ৷ তাদের আনন্দ দিতেই এই থিমের উপর ভিত্তি করে মণ্ডপ সজ্জা করা হচ্ছে ৷"