কলকাতা, 16 মে : ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের কোয়ার্টারে আগেই থাবা বসিয়েছে কোরোনা । এবার এই কোয়ার্টারের এক নাবালিকা ও এক কিশোরীর শরীরেও মিলল কোরোনা ভাইরাস । এই দু'জনের বাবারাও কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে । প্রত্যেকেরই চিকিৎসা চলছে বেলেঘাটা জেনেরালে । এদিকে, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের ওই কোয়ার্টারটিকে আপাতত কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বয়স 8 এবং অন্যজনের বয়স 14 বছর । শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । এদিকে, কোয়ার্টারটি কনটেনমেন্ট জ়োন হওয়ায় এখানে বাইরের কাউকে যেমন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনই এই কোয়ার্টার থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । পাশাপাশি কোয়ার্টার স্যানিটাইজ়েশনের কাজ চলছে । এখান থেকে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে ।