কলকাতা, 22 ডিসেম্বর: কখনও পাহাড়ি পথে, আবার কখনও জঙ্গলে বাইক নিয়ে ঘুরে বেড়ান দুই বন্ধু মধুঋতু দে এবং অরুণাভ রায় ৷ তাঁরা একটি ভ্রমণ সংস্থাও চালান ৷ এককথায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ৷ তবে, এই জুটিকে সপ্তাহের বেশ কয়েকদিন দেখতে পাওয়া যায় গড়িয়াহাট মোড়ে হাতে কৌটো ও একটি ছোট পোস্টার হাতে অর্থসংগ্রহ করতে ৷ অন্ন, বস্ত্র ও বাসস্থান কোনওটারই সমস্যা নেই তাঁদের ৷ তবুও তাঁদের জনবহুল রাস্তার মোড়ে কৌটো হাতে সাধারণ মানুষের সামনে দাঁড়ানোর কারণ, পথ কুকুর ও বিড়ালদের জন্য ৷
হ্যাঁ তাই ৷ রাস্তার কুকুর ও বিড়ালদের সেবার জন্য যেমন অর্থ সংগ্রহ করা মধুঋতু এবং অরুণাভর কাজ ৷ তাঁদের আরও একটি বড় উদ্দেশ্য, মানুষকে সচেতন করা ৷ জীবনজন্তুদের প্রতি মানুষ যেভাবে হিংস্র হয়ে উঠছে, সেই হিংসার বিরুদ্ধে আরও সচেতন করে তোলা মানুষকে ৷ সেই সঙ্গে তাঁদের এই সচেতনা ও সেবার সঙ্গে আরও অনেক মানুষকে একছাতার তলায় নিয়ে আসাই এই দুই যুবক-যুবতীর উদ্দেশ্য ৷ তাই মানুষের কাছে পৌঁছতে গড়িয়াহাট মোড়ে কৌটো ও পোস্টার হাতে নির্দ্বিধায় দাঁড়িয়ে যান দু’জনে ৷ পথচলতি সকলকে তাঁদের কথার মাধ্যমে সচেতন করে চলেন দু’জনে ৷
অরুণাভ রায় কমার্সে স্নাতক ৷ এর পর একাধিক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ মধুঋতু কলকাতার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থায় 6 বছর কাজ করেছেন ৷ কয়েক বছর যাবৎ দু’জনে চাকরি ছেড়ে ভ্রমণ সংস্থা খোলেন ৷ পর্যটন ব্যবসায় মন দেন তাঁরা ৷ একের পর হোম-স্টে এখন তাঁদের ৷ শুধু পর্যটন ব্যবসা নয়, নিজেরাও বাইক চালিয়ে জলে জঙ্গল ও পাহাড়ি পথে ঘুরে বেড়ান ৷