পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC to contest in Tripura: ত্রিপুরায় একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের, সব আসনে দেওয়া হবে প্রার্থী

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ এই ভোটে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC in Tripura) ৷

ETV Bharat
ত্রিপুরায় একাই লড়বে তৃণমূল

By

Published : Jan 21, 2023, 11:05 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলের সঙ্গে জোট গড়ে নয়, একাই লড়বে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার দলের তরফে একথা জানানো হয়েছে ৷ বাংলার শাসকদল জানিয়েছে, উত্তর-পূর্বের এই রাজ্যে বিধানসভার 60টি আসনেই প্রার্থী দেওয়া হবে ৷ তৃণমূলের তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে এবিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC will contest alone in Tripura) ৷

রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৈঠকে ত্রিপুরার প্রতিটি আসন ধরে ধরে আলোচনা হয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দলের একা লড়াইয়ের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন ৷ ত্রিপুরা তৃণমূলের তরফে দলের শীর্ষ নেতৃত্বের কাছে 120টি নাম জমা দেওয়া হয়েছে ৷ সেখানে থেকে 60 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে ৷ খুব শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে (Tripura Assembly Poll 2023) ৷

আরও পড়ুন:'ফের কার্টুন শেয়ার করব', রাজ্যবাসীকে লড়াই জারি রাখার আহ্বান অম্বিকেশের

উল্লেখ্য, ইতিমধ্যেই ত্রিপুরায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এখানে বিধানসভা ভোট আগামী 16 ফেব্রুয়ারি ৷ ফল প্রকাশ 2 মার্চ ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় আশাবাদী গত পৌর নির্বাচনের থেকেও তৃণমূলের ফল আরও ভালো হবে এই রাজ্যে ৷ ত্রিপুরায় ভোট প্রচারেও যাবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল সূত্রে খবর, আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি দু’দিনের সফরে ত্রিপুরায় যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই সফরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দিতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী । রাতে আগরতলায় থেকে পরের দিন ওই রাজধানী শহরে একটি ‘রোড শো’ করবেন তিনি । তার আগেই প্রকাশিত হবে দলের ইস্তাহার ৷ ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্বের আরেক রাজ্য মেঘালয়েও বিধানসভা নির্বাচনে লড়ছে তৃণমূল ৷ 18 জানুয়ারি এই রাজ্যে গিয়ে জনসভাও করেন মমতা ৷ তাঁর সঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

ABOUT THE AUTHOR

...view details