কলকাতা, 21 জানুয়ারি: ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলের সঙ্গে জোট গড়ে নয়, একাই লড়বে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার দলের তরফে একথা জানানো হয়েছে ৷ বাংলার শাসকদল জানিয়েছে, উত্তর-পূর্বের এই রাজ্যে বিধানসভার 60টি আসনেই প্রার্থী দেওয়া হবে ৷ তৃণমূলের তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে এবিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC will contest alone in Tripura) ৷
রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৈঠকে ত্রিপুরার প্রতিটি আসন ধরে ধরে আলোচনা হয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দলের একা লড়াইয়ের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন ৷ ত্রিপুরা তৃণমূলের তরফে দলের শীর্ষ নেতৃত্বের কাছে 120টি নাম জমা দেওয়া হয়েছে ৷ সেখানে থেকে 60 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে ৷ খুব শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে (Tripura Assembly Poll 2023) ৷