পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি", বললেন রূপান্তরকামী কুসুম

ভোট দিয়ে কুসুম সামন্ত আরও বলেন, "আজ আমাদের খুব গর্বের দিন । দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি ।"

কুসুম সামন্ত

By

Published : May 20, 2019, 12:29 PM IST

Updated : May 20, 2019, 12:35 PM IST

কলকাতা, 20 মে : "ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি । ভীষণ খারাপ লাগত । 2006 সালে প্রথম ভোট দিই । মনে হত নিজের পরিচয় গোপন করে ভোট দিচ্ছি ।" রূপান্তরকামী হিসেবে প্রথমবার ভোট দিয়ে বললেন কুসুম সামন্ত । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানা এলাকার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার কুসুম । গতকাল কাশিবাসী সিন্দময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের 110 নম্বর বুথে 34 বছরের কুসুম ভোট দেন ।

ভোট দিয়ে কুসুম সামন্ত আরও বলেন, "আজ আমাদের খুব গর্বের দিন । দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি ।" ভোট দিয়ে প্রিজ়াইডিং অফিসারের কাছে তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য আলাদা লাইন রাখার আবেদনও জানান কুসুম ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর দুনম্বর ব্লকের বাসিন্দা কুসুম । রূপান্তরকামী স্বীকৃতি পাওয়ার আগে তাঁর ভোটার কার্ডে ছিল পুরুষ পরিচয় । তখন তাঁর নাম ছিল বিশ্বজিৎ সামন্ত । সেই নামেই ভোট দিতেন তিনি । পরিচয়পত্রের ছবির সাথে মিল না থাকায় তাঁকে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে । তবে 377 ধারা পাস করার পর নিজস্ব পরিচয়পত্র দিয়ে রূপান্তরকামী হিসেবেই ভোট দিতে পেরেছেন তিনি ।

Last Updated : May 20, 2019, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details