পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া ব্রিজ-রাজাবাজার রুটে দ্রুত চালু হবে ট্রাম পরিষেবা

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হাওড়া ব্রিজ-রাজাবাজার রুটে ট্রাম পরিষেবা চালু করা হবে ৷

tram service will start at Hawrah bridge-Rajabazar route
হাওড়া-রাজাবাজার রুটে দ্রুত চালু হবে ট্রাম পরিষেবা

By

Published : Jul 3, 2020, 12:39 PM IST

কলকাতা, 3 জুলাই : হাওড়া ব্রিজ-রাজাবাজার রুটে পরীক্ষামূলক ভাবে চালানো হল ট্রাম ৷ সব কিছু ঠিকাঠাক থাকলে খুব শীঘ্রই এই রুটে ট্রাম পরিষেবা চালু করা হবে ৷ বর্তমানে শহরের 6টি রুটে ট্রাম পরিষেবা চালু করা হয়েছে ৷ চালু হয়েছে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ট্রাম পরিষেবাও ৷ এবারে খুব শীঘ্রই হাওড়া ব্রিজ-রাজাবাজার রুটেও ট্রাম পরিষেবা চালু করা হবে বলেই জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে ৷

ট্রাম পরিষেবা চালু করার ক্ষেত্রেও মানতে হবে কিছু বিধিনিষেধ ৷ আসন সংখ্যা অনুযায়ী যাত্রী তুলতে হবে ট্রামে ৷ প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক ৷ মানতে হবে সামাজিক দূরত্ব ৷ প্রতি 25 মিনিট অন্তর একটি করে ট্রাম ছাড়বে ৷ যাত্রী ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিদিন স্যানিটাইজ় করা হবে ট্রামকারগুলোকে ৷

লকডাউনের জেরে অন্য পরিষেবার মতো বন্ধ ছিল ট্রাম পরিষেবা ৷ তবে, আনলক ফেজ়ে অন্যান্য পরিষেবা স্বাভাবিক হলেও বেশ কিছু রুটে বন্ধ ছিল ট্রাম পরিষেবা ৷ কারণ, আমফান ঘূর্ণিঝড়ের ফলে শহরের বিভিন্ন এলাকায় ওভার হেডের তার ছিঁড়ে যায় ৷ ক্ষতিগ্রস্ত হয় ট্র্যাকও ৷ বিভিন্ন জায়গায় এখন তার মেরামতির কাজ চলছে ৷ কলকাতা মিউনিসপাল কর্পোরেশন ও কলকাতা পুলিশের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ক্ষতিগ্রস্ত ট্র্যাক ও ওভার হেডের তার মেরামতির কাজ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details