পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপ্রশিক্ষিতদের সঙ্গে প্রশিক্ষিতদেরও ডাকতে হবে, নির্দেশ হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অপ্রশিক্ষিতদের পাশাপাশি প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদেরও ডাকতে হবে । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্ট

By

Published : Apr 24, 2019, 11:53 PM IST

কলকাতা, 24 এপ্রিল : অপ্রশিক্ষিতদের পাশাপাশি প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদেরও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে । 27 মে পর চার সপ্তাহের মধ্যে এই ভেরিফিকেশন করতে হবে। আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

2015 সালের 16 অগাস্ট স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি পরীক্ষা হয় । 2016 সালে রেজ়াল্ট প্রকাশিত হয় । এর মধ্যে 1 লাখ 20 হাজার প্রশিক্ষিত ও এক লাখের বেশি চাকরিপ্রার্থীরা অপ্রশিক্ষিত ছিলেন । গত বছর থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয় । চলতি বছরের 6 থেকে 11 মার্চ পর্যন্ত দ্বিতীয় দফার ডকুমেন্টস ভেরিফিকেশন চলে । প্রায় 6 হাজার চাকরিপ্রার্থী সেখানে ডাক পান । অভিযোগ, সেখানে অপ্রশিক্ষিত প্রার্থীদের ডাকা হলেও প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের বাদ দেওয়া হয়েছে । তা নিয়ে অনেকে চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ।

আজ সেই মামলার শুনানি হয় । কমিশনের তরফে আইনজীবী জানান, সব নিয়ম মেনে ক্যাটেগরি ওয়াইজ় প্রার্থীদের ডাকা হবে। তারপর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন, অপ্রশিক্ষিতদের পাশাপাশি প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদেরও ডাকতে হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details