শিয়ালদা, 4 মে : আজ সকাল থেকে স্বাভাবিক হল শিয়ালদা শাখায় ট্রেন চলাচল । ফণীর আশঙ্কায় গতকাল সকালে থেকে শিয়ালদা শাখার একাধিক লাইনের ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ ।
ফণীর দাপট কমায় শিয়ালদা শাখায় ট্রেন চলাচল শুরু - fani
স্বাভাবিক হল শিয়ালদা শাখায় ট্রেন চলাচল । ফণীর আশঙ্কায় গতকাল শিয়ালদা শাখার একাধিক লাইনের ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ ।
ফাইল ফোটো
তবে, আজ সকাল 6টা থেকে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-ক্যানিং, বারাসত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ফণীর দাপটে শিয়ালদা দক্ষিণ শাখার স্টেশনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা করা হয়েছিল । তাই গতরাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। লক্ষ্মীকান্তপুর-নামখানা রুটের কয়েকটি স্টেশনের শেড উড়ে যায়।