পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Nov 23, 2020, 9:00 AM IST

  1. আজ খাতড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

জঙ্গলমহলে বাঁকুড়া সফর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের হঠাৎ রদবদল । গতকাল দুপুর আড়াইটে নাগাদ জেলা প্রশাসন থেকে জানানো হয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান পরিবর্তন হয়েছে । গতকালই দুপুর সাড়ে তিনটে নাগাদ মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে ।

2. 2023 G-20 সম্মেলনের আয়োজন করবে ভারত

দা গ্রুপ অফ 20 সামিট, 2023 আয়োজনের দায়িত্ব পেল ভারত ৷ প্রথমে ঠিক করা হয়েছিল 2022 সালে সম্মেলনের আয়োজন করবে ভারত ৷ কিন্তু রবিবার সদস্য দেশগুলি সিদ্ধান্ত নেয়, 2022 সাল নয়, 2023 সালের G-20 সামিটের আয়োজন করতে চলেছে ভারত ৷

3.2 গোলে এগিয়ে থেকেও গোয়ার বিরুদ্ধে ড্র বেঙ্গালুরুর

একটা পরিবর্তন, আর তাতেই পালটে গেল ম্যাচের ভাগ্য ৷ 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোয়া FC -র বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল বেঙ্গালুরু FC ৷ রবিবার গোয়ার ফতোরদা স্টোডিয়ামে প্রথমে 27 মিনিটে সেলিটন সিলভা ও 57 মিনিটে জৌনান গঞ্জালেজ়ের গোলে এগিয়ে যায় সুনীল ছেত্রীর দল ৷

4. কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ

মোট 220টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাঙ্ক । আবেদন শুরু হবে 25 নভেম্বর থেকে । চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ।

5. আজ সাংসদদের জন্য বহুতলের উদ্বোধনে প্রধানমন্ত্রী

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 23 নভেম্বর সকাল 11টায় সাংসদদের জন্য বহুতলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত থাকবেন । এই ফ্ল্যাটগুলি নতুন দিল্লির ডা. বি ডি মার্গে অবস্থিত ।

6. মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হলে, তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ।

7. কোরোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করতে পারে, সতর্কবার্তা উদ্ধবের

কোরোনা সংক্রমিতের সংখ্যা 17 লাখ অতিক্রম করেছে । প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন । তাও ধুমধাম করে গণেশপুজো-দীপাবলির মতো উৎসব পালিত হয়েছে মহারাষ্ট্রে । দীপাবলিতে পথে ঘাটে ভিড় দেখা গেছে । সেই দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে চলেছে মহারাষ্ট্র । দৈনিক সংক্রমণের আকার দেখে ফের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য ।

8. দিলীপ ঘোষকে জিভ ও মুখের চিকিৎসা করানোর 'পরামর্শ' জ্যোতিপ্রিয়র

শনিবার জগদ্দলে গঙ্গার ঘাট পরিদর্শনের সময় অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, পাঁচ তৃণমূল সাংসদ BJP-তে যোগ দেবেন । আরও বলেন, ক্যামেরার বাইরে জিজ্ঞাসা করলে তৃণমূলের সৌগত রায়ও BJP-তে যোগ দেওয়ার কথা বলবেন । তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে পালটা তোপ দাগেন জ্যোতিপ্রিয় মল্লিক।

9. দেরাদুনে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

দেরাদুনে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু । দেরাদুনের শিবপুরীর কাছে ঋষিকেশ-শ্রীনগর রোডের উপর দুর্ঘটনাটি ঘটে । সেতুটিতে তখন কাজ করছিলেন শ্রমিকরা । ধ্বংসস্তুপের তলায় অনেক শ্রমিক আটকে পড়েন ।

10. বলরাম হাজরার গুরুকুল আজ মুদির দোকান

তিনি বঙ্গরত্ন ৷ এক সময় তাঁর ঢোলের আওয়াজে গমগম করত বাড়ি ৷ ছাত্রদের শিক্ষা দিতে বাড়িতেই খুলেছিলেন গুরুকুল ৷ সেই বাড়িতে আজ একরাশ নিস্তব্ধতা । আর্থিক সংকটে পড়ে বাড়িতে মুদির দোকান খুলেছে বঙ্গরত্ন ঢোলবাদক বলরাম হাজরার পরিবার

ABOUT THE AUTHOR

...view details