পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1টা
টপ নিউজ় @ দুপুর 1টা

By

Published : Mar 4, 2021, 1:17 PM IST

1. প্রাথমিকে নিয়োগের উপর জারি স্থগিতাদেশ প্রত্য়াহার

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক অস্বচ্ছতার অভিযোগে রুজু হয়েছে বহু মামলা ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সেই মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর জারি থাকবে স্থগিতাদেশ ৷ ফলে 16 হাজার 500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷ বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ প্রত্য়াহার করে নেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।

2. গুজরাতে পটেল-বিপ্লবের ধাক্কায় শুরুতেই ব্য়াকফুটে ব্রিটিশ-সিংহ

তৃতীয় টেস্ট যদি মোদি স্টেডিয়ামে হয়ে থাকে, তাহলে চতুর্থ টেস্ট নরেন্দ্র মোদির নিজ রাজ্যে । আর আমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খেল ইংরেজরা । সৌজন্যে অক্ষয় পটেল । দুই ওপেনারকে ফিরিয়ে বাঁহাতি অক্ষয়ের তৈরি আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ । ফর্মে থাকা জো রুটকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের জয়গাঁথা রচনা করলেন সিরাজ । কিছুটা প্রতিরোধের আতঙ্ক তৈরি করা বেয়ারস্টোকে ফিরিয়ে বুঝিয়ে দিলেন তিনিই বুম-বুম বুমরার বিকল্প হতে চলেছেন ।

3. কাউন্সিলর-ব্লক সভাপতিদের দেওয়া নম্বরেই নির্ভর করছে বিধায়কদের টিকিটভাগ্য ?

তৃণমূল ভবনে দলের কাউন্সিলর, কো-অর্ডিনেটর, সাংসদ, ব্লক সভাপতিদের সঙ্গে একই ঘরে বসানো হয়েছে বিধায়কদের । চলছে বৈঠক । বিধায়কদের কাজের উপর ভিত্তি করে নম্বর দিচ্ছেন কাউন্সিলর-ব্লক সভাপতিরা । এই মার্কশিটের উপরই নির্ভর করছে আগামীকালের প্রার্থী তালিকায় কে কে জায়গা পাবেন ।

4. ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ 2 জওয়ান, সন্দেহ মাওবাদীদের

ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন 2 জওয়ান । জখম হয়েছেন আরও তিনজন জওয়ান । এই বিস্ফোরণের পেছনে সন্দেহের তির মাওবাদীদের দিকে ।

5. ঘাসফুল ছেড়ে শুভেন্দুর সামনে কান ধরে উঠবোস তৃণমূল নেতার

ঘাসফুল চিহ্ন ভোট দিচ্ছেন এক দশকেরও বেশি সময় ধরে ৷ কিন্তু দলবদলের মরশুমে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখালেন এক তৃণমূল নেতা ৷ শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতাকে বিজেপির ভরা সভায় কান ধরে উঠবোস করতেও দেখা যায় ৷

6. তৃণমূলের দাবি মেনে পেট্রল পাম্প থেকে মোদির ছবি সরানোর নির্দেশ কমিশনের

পেট্রল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে । তাই সেই ছবি সরিয়ে নেওয়া হোক । তৃণমূলের এই দাবি মেনে নিল নির্বাচন কমিশন । মোদির ছবি পাম্পগুলি থেকে সরানোর নির্দেশ দিয়েছে তারা ।

7. রাতের শহরে চালককে মার, ক্যাব ভাঙচুর মহিলা যাত্রীর বয়ফ্রেন্ডের !

রাতের শহরে এক ক্যাবচালককে মারধর ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল এক মহিলা যাত্রীর বয়ফ্রেন্ড ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে । পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ।

8. মেয়ের কাটা মুণ্ডু হাতে থানায় বাবা, উত্তরপ্রদেশে ফের সম্মানরক্ষায় খুন ?

উত্তরপ্রদেশের হারদোইতে অনারকিলিং-এর ঘটনা । কিশোরী কন্যার প্রেমের সম্পর্কে মেনে নিতে না-পেরে তার ধড়-মাথা কেটে আলাদা করে দিল বাবা । এরপর মেয়ের কাটা মুণ্ড নিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে সে রওনা দিল থানার পথে ।

9. কখনও স্ত্রী, কখনও স্ট্রিট ডান্সার, চৌত্রিশেই তিনি সকলের শ্রদ্ধা

34 বছর বয়সে পা দিলেন শ্রদ্ধা কাপুর । শ্রদ্ধা-র জন্মদিনে দেখা যাক তাঁর সেরা দশটি ছবি । 2013 সালে মুক্তি পায় আশিকি-2 ৷ শ্রদ্ধা কাপূরের কেরিয়ারকে 180 ডিগ্রি ঘুরিয়ে এই ছবি ৷ এই ছবিতে নায়িকাকে দেখা যায় একজন সাধারণ মেয়ের চরিত্রে ৷ যার জীবন সংগ্রাম থেকে সফল গায়িকা হওয়ার গল্প ও ভালোবাসার মানুষকে খুজেঁ পেয়ে তাঁকে চিরতরে হারানোর বেদনা এতরকমের আবেগকে একসাথে চরিত্রের মধ্যে অপূর্বভাবে ফুটিয়ে তুলে সার্থকভাবে তা পরিবেশন বক্স অফিসকে এক অন্য মাত্রা দেয় ৷

10.নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার, সমাপতন ?

নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 14 মার্চ নন্দীগ্রাম দিবস । আর মমতা নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করবেন আগামী 11 মার্চ ।

ABOUT THE AUTHOR

...view details