1. প্রাথমিকে নিয়োগের উপর জারি স্থগিতাদেশ প্রত্য়াহার
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক অস্বচ্ছতার অভিযোগে রুজু হয়েছে বহু মামলা ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সেই মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর জারি থাকবে স্থগিতাদেশ ৷ ফলে 16 হাজার 500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷ বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ প্রত্য়াহার করে নেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
2. গুজরাতে পটেল-বিপ্লবের ধাক্কায় শুরুতেই ব্য়াকফুটে ব্রিটিশ-সিংহ
তৃতীয় টেস্ট যদি মোদি স্টেডিয়ামে হয়ে থাকে, তাহলে চতুর্থ টেস্ট নরেন্দ্র মোদির নিজ রাজ্যে । আর আমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খেল ইংরেজরা । সৌজন্যে অক্ষয় পটেল । দুই ওপেনারকে ফিরিয়ে বাঁহাতি অক্ষয়ের তৈরি আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ । ফর্মে থাকা জো রুটকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের জয়গাঁথা রচনা করলেন সিরাজ । কিছুটা প্রতিরোধের আতঙ্ক তৈরি করা বেয়ারস্টোকে ফিরিয়ে বুঝিয়ে দিলেন তিনিই বুম-বুম বুমরার বিকল্প হতে চলেছেন ।
3. কাউন্সিলর-ব্লক সভাপতিদের দেওয়া নম্বরেই নির্ভর করছে বিধায়কদের টিকিটভাগ্য ?
তৃণমূল ভবনে দলের কাউন্সিলর, কো-অর্ডিনেটর, সাংসদ, ব্লক সভাপতিদের সঙ্গে একই ঘরে বসানো হয়েছে বিধায়কদের । চলছে বৈঠক । বিধায়কদের কাজের উপর ভিত্তি করে নম্বর দিচ্ছেন কাউন্সিলর-ব্লক সভাপতিরা । এই মার্কশিটের উপরই নির্ভর করছে আগামীকালের প্রার্থী তালিকায় কে কে জায়গা পাবেন ।
4. ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ 2 জওয়ান, সন্দেহ মাওবাদীদের
ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন 2 জওয়ান । জখম হয়েছেন আরও তিনজন জওয়ান । এই বিস্ফোরণের পেছনে সন্দেহের তির মাওবাদীদের দিকে ।
5. ঘাসফুল ছেড়ে শুভেন্দুর সামনে কান ধরে উঠবোস তৃণমূল নেতার
ঘাসফুল চিহ্ন ভোট দিচ্ছেন এক দশকেরও বেশি সময় ধরে ৷ কিন্তু দলবদলের মরশুমে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখালেন এক তৃণমূল নেতা ৷ শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতাকে বিজেপির ভরা সভায় কান ধরে উঠবোস করতেও দেখা যায় ৷