পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at a glance
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : Jul 19, 2020, 5:00 PM IST

1. মাধ্যমিক উত্তীর্ণ কিশোরীকে ধর্ষণ-খুন ? সরকারি বাসে আগুন, তপ্ত চোপড়া

কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই চোপড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ । 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ।

2.দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, বলছে IMA

IMA জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । এবিষয়ে IMA-র চেয়ারপারসন চিকিৎসক ভি কে মঙ্গা বলেন, "সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।"

3.শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে শ্মশানে ঠাঁই জামাইয়ের

জামাই গোবিন্দ সরকার শিলিগুড়ি থেকে এসেছেন ৷ তাই তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুর ক্ষিতীশ সূত্রধর ৷

4.ভারত ও EU-র মধ্যে বাণিজ্য চুক্তি অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই, দাবি বিশেষজ্ঞদের

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হতে চলেছে ৷ এই বিষয়ে বিস্তারিত জানালেন অরুণিম ভুঁইঞা ৷

5.লকডাউন কমেছে ঘি-এর চাহিদা, আর্থিক সংকটে নদিয়ার ব্যবসায়ীরা

লকডাউনের জেরে যানবাহন পরিষেবা বন্ধ রয়েছে ৷ ফলে ঘি তৈরির সামগ্রী ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে না ৷ পাশাপাশি তৈরি ঘি বাজারে পৌঁছানোয় সমস্যা হচ্ছে ৷

6.দিল্লিতে ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় উদ্ধার মৃতদেহ

আজ সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি । একাধিক জায়গা জলমগ্ন । কয়েক ঘণ্টা চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের । মৃত্যু হয়েছে একজনের ।

7.5 অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

কেমন দেখতে হবে রামমন্দির ? কী কী থাকবে সেখানে ? সে বিষয়ে আলোচনা করতে গতকালই বৈঠক করে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ।

8.দেশে একদিনে কোরোনায় আক্রান্ত 38902

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 38 হাজার 902 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 10 লাখ 77 হাজার 618 ।

9.পরবর্তী ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকা

এবার অনস্ক্রিনে জুটি বাঁধছেন দীপিকা পাডুকোন ও প্রভাস । পরিচালক নাগ অশ্বিনীর পরবর্তী সায়েন্স ফিকশন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের । আজ ভৈজন্তী মুভিজ়ের তরফে একথা ঘোষণা করা হয় ।

10.বিশ্বকাপের মেগা ফাইনালের জন্য সেজে উঠছে লুজ়েল

আরবের স্থাপত্য ও সেদেশের ঐতিহ্যকে মাথায় রেখেই লুজ়েল আইকনিক স্টেডিয়াম তৈরির কথা ভাবা হয়েছে । সেন্ট্রাল দোহা থেকে 15 কিমি দূরে অবস্থিত লুজ়েল সিটির কেন্দ্রে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম । 86 হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই হবে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল । সেমিফাইনাল ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে FIFA । ইতিমধ্যেই স্টেডিয়ামের 85 শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে ।

ABOUT THE AUTHOR

...view details