এইমুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা 6 লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে ৷ মোট সংখ্যা 6,00,032 জন ৷ কোরোনা আক্রান্তের নিরিখে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷
2. বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 5 লাখ
বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কাড়ল কোরোনা ভাইরাস ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷
3. বিশ্বের সবচেয়ে সস্তা COVID-19 ভ্যাকসিন তৈরিই লক্ষ্য ভারত বায়োটেকের
অবশ্যই বাজারে ভ্যাকসিন আসবে । আর আগামী বছরের মধ্যে 1.3 বিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব ৷ বলছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কৃষ্ণা ইলা ।
4. 109টি রুটে চলবে বেসরকারি ট্রেন, শুরু রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশনের প্রক্রিয়া
ডিসেম্বরেই এই 151 টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার । মানুষকে উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে, যাত্রার সময় কমাতে, কর্মসংস্থান ও যাত্রী সুরক্ষা বাড়াতে এবং বিশ্বমানের পরিষেবা দিতে- এই উদ্যোগ বলে জানিয়েছে তারা ।
5. প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা
রাতভর প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা । বাগডোগরার কাছে 31 নম্বর জাতীয় সড়কে ইস্ট-ওয়েস্টে কাজ চলছে । নির্মীয়মাণ ব্রিজের পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা ছিল । বৃষ্টির জলের তোড়ে আজ সকালে ধসে যায় সেই রাস্তা । যান চলাচল ব্যাহত হয় ।