পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - sports

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 9 am
top news at 9 am

By

Published : Jul 16, 2020, 9:01 AM IST

1.আগামী দু'মাসে সংক্রমণ বাড়বে, আতঙ্কিত হবেন না : মুখ্যমন্ত্রী

গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দুমাসে আরও সংক্রমণ বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷


2.রাজ্যে কোরোনায় মৃত 1000, সংক্রমণেও নতুন রেকর্ড

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 980 জনের মৃত্যু হয়েছিল । আজ 20 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000 । গত 24 ঘণ্টায় 1589 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।


3."হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ? আমি মুখে যা বলতে পারি, কিন্তু কাজ বন্ধ রাখবি না । নাহলে আমি কিন্তু ছাড়ব না, একথা বলে রাখলাম ৷’’

4.কনটেনমেন্ট জ়োনে বিধানসভা, বিক্ষোভ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত বাম-কংগ্রেসের

কোরোনায় আক্রান্ত হয়েছেন বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই সেখানে বিক্ষোভ কর্মসূচি বন্ধ রাখল বাম ও কংগ্রেস ।


5.কোরোনায় আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷ গতকাল বিকেলে কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে স্নেহাশিসের ৷


6.দশমেও ভালো ফল রাজ্যের CBSE পড়ুয়াদের, পাশের হার 95.24 শতাংশ

এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল।


7.CBSE-র দশম ও দ্বাদশের কৃতকার্যদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি CBSE বোর্ডে দশম শ্রেণির ফল প্রকাশের পর কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান ৷


8.132 মিলিয়ন মানুষ অনাহারের শিকার হতে পারে, আশঙ্কা রাষ্ট্রসংঘের

রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 690 মিলিয়ন । 2018 সালের নিরিখে যা প্রায় 10 মিলিয়ন বেশি । কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর এই সংখ্যাটা 132 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে ।


9.দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত

ক্রিকেট ফ্যানদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে IPL আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 17 জুলাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

10.সুশান্তের আত্মহত্যা মামলায় ডাকা হবে না সলমনকে ? নিরুত্তর পুলিশ

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছে সলমন খানের । তাঁর বিরুদ্ধে বিহারের মুজ়ফ্ফরপুরে FIR দায়ের হয়েছে । কিন্তু, জিজ্ঞাসাবাদ করতে কবে ডাকা হবে সলমনকে ? নিরুত্তর রইল মুম্বই পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details