পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS

By

Published : Jun 12, 2021, 9:16 AM IST

1.Babul Supriyo : ব্যাডমিন্টনের শাটল-এর সঙ্গে তুলনা, মুকুলকে তীব্র আক্রমণ বাবুলের

মুকুল রায়কে কটাক্ষ করে নিজের ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, "আচ্ছা বলুন তো, রাজনৈতিক নেতাদের মানুষ অপছন্দ কেন করবে না ? কোনও রাজনৈতিক নেতার থেকে 'নৈতিক' কিছু মানুষ (আর) আশা করে না, তাদের দোষও দেব না ৷"

2.Samaresh Majumdar : শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar) ৷ শুক্রবার সন্ধ্যায় তাঁকে সল্টলেকের কাছে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে তাঁর শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে ৷

3.Prashant Kishor : মুম্বই শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র বৈঠক, উস্কে দিল 'মিশন 2024' জল্পনা

শুক্রবার মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মধ্যাহ্নভোজের মোড়কে 4 ঘণ্টার বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ 'অবসর' নেওয়ার কথা বললেও শুক্রবার তাঁর সারাদিনে কর্মসূচি তাঁর 'মিশন 2024' নিয়ে গুঞ্জন তৈরি করেছে ৷ তারপরই সন্ধ্যায় যান শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা করতে ৷ প্রশান্তের ঘনিষ্টমহল সূত্রে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এমকে স্ট্যালিনকে (M. K. Stalin) সমর্থন করা প্রতিটি নেতার সঙ্গেই সাক্ষাৎ করবেন তিনি ৷

4.মুকুলের এই দলবদল রাজনৈতিক দেউলিয়াপনা, মন্তব্য বাম-কংগ্রেসের

বিজেপিতে মাত্র সাড়ে তিন বছর । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন, পেয়েছিলেন বিধায়কের পদ ৷ কিন্তু,গতকাল সেই পুরানো দলেই ফিরে এলেন মুকুল রায়(Mukul Roy) ৷ প্রবীণ এই রাজনীতিকের এই দলবদলে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷ মুকুল রায়ের এই দলবদলের পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাতে শুরু করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ৷ তবে রাজ্যের অন্য দুই বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এই 'দলবদল'-র এই বিষয়টিকে লুকিয়ে থাকা নগ্ন রাজনৈতিক মূল্যবোধের অবনমনের কথা বলছে ৷

5.মুকুল-শুভ্রাংশুকে ফিরিয়ে বিজেপিকে কী বার্তা দিলেন মমতা ?

বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে মুখ খুললেও মুকুলের বিরুদ্ধে সর্বদা নীরবই থেকেছেন তৃণমূল নেত্রী ৷ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কখনও সরব হননি মুকুল রায় ৷ বিজেপিতে সেভাবে গুরুত্ব না পেয়েই কি ঘরওয়াপসি মুকুলের ৷ উত্তর খুঁজলেন দীপঙ্কর বসু ৷

6.আজ 44তম জিএসটি বৈঠক করবেন নির্মলা সীতারমন

আজ 44তম জিসটি বৈঠক ৷ সকাল এগারোটায় এই বৈঠকে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ মনে করা হচ্ছে, এবার কোভিড-19 চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ থেকে আইজিএসটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে ৷

7.বাংলায় অবিলম্বে 'এক দেশ, এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য সরকারের যুক্তি ছিল, এতে রাজ্যের উপর বাড়তি চাপ বাড়বে ৷ এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, যেখানে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, অবিলম্বে পশ্চিমবঙ্গকে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে ৷ এতে কোনওকরম অজুহাত দেওয়া চলবে না ৷

8.দলবদলুদের কি বাংলার মানুষ আগের মতোই গ্রহণ করবে ?

তৃণমূল ছেড়ে বিজেপি ৷ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা ৷ বারবার দলবদল যাঁরা করছেন, তাঁরা কি সাধারণ মানুষের কাছে আর গ্রহণযোগ্য হতে পারবেন ?

9.Nusrat Jahan : 6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

নুসরত জাহান (Nusrat Jahan) নাকি 6 মাসের অন্তঃসত্ত্বা ৷ তবে কি তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্তই (Yash Dasgupta)? হিসেব কষে সেটাই ধারণা নেটিজেনদের ৷

10.বায়ার্ন মিউনিখে বাংলার শুভ পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আই লিগে মাত্র 16 বছর বয়সে সুদেভা এফসিকে প্রতিনিধিত্ব করেছেন শুভ পাল ৷ কিন্তু এবার তাঁর যাত্রাটা দেশ ছাড়িয়ে বিদেশের ক্লাবে ৷

ABOUT THE AUTHOR

...view details